shono
Advertisement
One Nation One Election

এক দেশ এক ভোটে ক্ষতিগ্রস্ত হবে না গণতান্ত্রিক কাঠামো, সংসদীয় কমিটির স্ক্রুটিনিতে দাবি আইন মন্ত্রকের

এবার আইন কমিশন এবং আইন বিশেষজ্ঞদের মতামত শুনবে যৌথ সংসদীয় কমিটি।
Published By: Subhajit MandalPosted: 09:35 AM Feb 25, 2025Updated: 10:02 AM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের এক দেশ এক ভোট প্রস্তাব খতিয়ে দেখছে সংসদীয় কমিটি। বিলটি ইতিমধ্যেই সংসদে পেশ করা হয়েছে। তবে বিরোধী শিবিরের দাবি, এই বিল অগণতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। সংসদীয় কমিটির সেই স্ক্রুটিনির মুখে পড়েও অবশ্য অনড় কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রক বলছে, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে একসঙ্গে ভোট করা অগণতান্ত্রিক নয়।

Advertisement

উল্লেখ্য, বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও মোদি সরকার সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করেছে। যদিও এখনই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে (জেপিসি)। ইতিমধ্যেই ওই জেপিসির বৈঠক উত্তপ্ত হয়েছে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে একসঙ্গে ‘এক দেশ এক ভোট’ নীতি প্রণয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিরোধী সাংসদরা। সূত্রের খবর, আইন মন্ত্রক সেই প্রশ্নগুলির কয়েকটির উত্তর দিয়েছে। আরও কিছু প্রশ্ন ঠেলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দিকে।

আইন মন্ত্রক সংসদীয় কমিটিকে জানিয়েছে, লোকসভা এবং বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করা অগণতান্ত্রিক নয়। মন্ত্রক জানিয়েছে, এর ফলে দেশের সাংবিধানিক যৌথ কাঠামো ক্ষতিগ্রস্ত হবে না। বরং একসঙ্গে ভোট হলে উন্নয়নের কাজে ধারাবাহিকতা বজায় রাখা যাবে। অতীতে দেশে একসঙ্গে নির্বাচন করা হত, সেই উদাহরণও জেপিসির সামনে তুলে ধরা হয়েছে। আইন মন্ত্রকের দাবি, এক দেশ এক ভোট বিল কার্যকর করতে রাজ্য বিধানসভাগুলির অনুমতির প্রয়োজন নেই। 

মঙ্গলবার ফের বৈঠকে বসবে ওই সংসদীয় কমিটি। আইন কমিশন এবং আইন বিশেষজ্ঞরা যৌথ সংসদীয় কমিটিতে নিজেদের মতামত জানাবেন। ডাকা হয়েছে দেশের প্রাক্তন প্রধান বিচারপতিকেও। মঙ্গলবারের বৈঠকও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোদি সরকারের এক দেশ এক ভোট প্রস্তাব খতিয়ে দেখছে সংসদীয় কমিটি।
  • বিলটি ইতিমধ্যেই সংসদে পেশ করা হয়েছে।
  • বিরোধী শিবিরের দাবি, এই বিল অগণতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী।
Advertisement