shono
Advertisement
Justice Sanjiv Khanna

'অবসরের পর কোনও সরকারি পদ নয়', আগেভাগেই জানিয়ে দিলেন বিদায়ী প্রধান বিচারপতি

মোদি জমানায় অবসরের পর বিচারপতিদের পদ পাওয়া নিয়ে একাধিক বিতর্ক হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 08:14 PM May 13, 2025Updated: 08:14 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও সরকারি পদে নয়। অতীত বিতর্কের আঁচ আসতেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। জানিয়ে দিলেন, আগামী দিনে কোনও সরকারি পদে কাজ করতে চান না তিনি। বরং আইন নিয়েই নতুন কিছু করার ইচ্ছা আছে। তাঁর ভাষায় এটি হবে আইনের ক্ষেত্রে তাঁর 'তৃতীয় ইনিংস'।

Advertisement

মঙ্গলবার অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এদিন সকালে তিনি আদালতের ‘সেলিমনিয়াল বেঞ্চে' তাঁর শেষ ভাষণ দেন। বলেন, “একবার আইনজীবী হয়ে গেলে, আপনি চিরকাল আইনজীবী হয়েই থাকবেন।” এর পর এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি খান্না বলেন, "আমি অবসর পরবর্তী কোনও পদ গ্রহণ করব না। হয়তো আইন নিয়েই কিছু করব। সেটা আইন নিয়ে আমার তৃতীয় ইনিংস হবে।" বস্তুত, আইনজীবী হিসাবে কেরিয়ার শুরুর পর বিচারপতি পদে দীর্ঘদিন কাজ করেছেন বিচারপতি খান্না। 'তৃতীয়' ইনিংসে কী করতে চান তিনি? সেটা স্পষ্ট করেননি বিচারপতি।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জমানায় বিচারপতিদের অবসরের পর বিভিন্ন ধরনের পদ পাওয়া নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। বিচারপতি রঞ্জন গগোই, বিচারপতি রঙ্গনাথন মিশ্রা রাজ্যসভার সদস্য হয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বিচারপতির আসন থেকে অবসর নেওয়ার কয়েকদিন বাদেই বিজেপিতে যোগ দেন। পরে লোকসভার সাংসদ হন। অবশ্য শুধু মোদি জমানায় নয়, আগেও বহু বিচারপতি অবসরের পর বহু পদ পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিচারপতি এ এম থিপসে, বিচারপতি বিজয় বহুগুণা, বিচারপতি এম রামা জোয়েস, বিচারপতি রাজিন্দর সাচার, বিচারপতি বাহারুল ইসলাম প্রমুখরা। এসব বিতর্ক এড়াতেই সম্ভবত আগেভাগে বিচারপতি খান্না ঘোষণা করে দিলেন, তিনি কোনও অবসরকালীন পদ চান না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
  • অতীত বিতর্কের আঁচ আসতেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
  • জানিয়ে দিলেন, আগামী দিনে কোনও সরকারি পদে কাজ করতে চান না তিনি।
Advertisement