shono
Advertisement
Gujarat

পহেলগাঁও জঙ্গি হামলার আবহে 'অ্যাকশন মোডে' গুজরাট পুলিশ, আটক ৫০০ বাংলাদেশি

আহমেদাবাদ থেকে ৪০০ ও সুরাট থেকে ১০০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:08 PM Apr 26, 2025Updated: 05:08 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার আবহে 'অ্যাকশন মোডে' গুজরাট পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৫০০ জনকে। তবে তাঁরা বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাঁদের পাকড়াও করা হয়েছে। আজ শনিবারেও জারি রয়েছে তল্লাশি অভিযান। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্য়মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, পাকিস্তানিদের চিহ্নিত করে ফের‍ত পাঠান। এরপরই তৎপরতা বেড়েছে একাধিক দেশে।

Advertisement

জানা গিয়েছে, গতকাল ভোররাতে গুজরাট পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথ অভিযান শুরু হয় প্রথমে আহমেদাবাদে। প্রথম কয়েক ঘণ্টাতেই একশোর বেশি বাংলাদেশিকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর আরও অনুপ্রবেশকারীর খবর পায় তদন্তকারীরা। জায়গায় জায়গায় ধরপাকড় আরও জোরদার হয়। সব মিলিয়ে আহমেদাবাদ থেকে ৪০০ ও সুরাট থেকে ১০০ জন বাংলাদেশিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁরা সকলেই অবৈধভাবে সাড়ে ভারতে ঢুকেছিলেন। রাজ্যে কাজকর্মও করছিলেন। কিন্তু তাঁদের কারও কাছেই বৈধ কোনও নথিপত্র নেই। তাই সকলকে আটক করা হয়েছে। শীঘ্রই সকলকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তারপর থেকে এদেশে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। তাদের ধরতেই তৎপর বিভিন্ন রাজ্যের পুলিশ। পদ্মাপাড়েও এখন সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। দাঁত-নখ বের করেছে আনসারুল্লা বাংলা টিম (এবিটি)। ভারতকে রক্তাক্ত করার ছক কষছে। আশঙ্কা রয়েছে সাধারণ বাংলাদেশিদের আড়ালে তারাও ঢুকে পড়তে পারে। তাই বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে। এই পহেলগাঁও কাণ্ডের পর এই সতর্কতা আরও বেড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও জঙ্গি হামলার আবহে 'অ্যাকশন মোডে' গুজরাট পুলিশ।
  • শুক্রবার রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৫০০ জনকে। তবে তাঁরা বাংলাদেশের নাগরিক।
  • অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে তাঁদের পাকড়াও করা হয়েছে। আজ শনিবারেও জারি রয়েছে তল্লাশি অভিযান।
Advertisement