সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু সন্ত্রাসবাদেই নয়, দূষণেও এগিয়ে উপরে পাকিস্তান! বায়ুদূষণের (আইকিউ এয়ার রিপোর্ট) সম্প্রতিক রিপোর্ট এমন কথাই বলছে। যেখানে দক্ষিণ এশিয়ার দূষণ-সংকটে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে প্রধানত দুই দেশ। আইকিউ এয়ার রিপোর্টে দেশগুলির তালিকায় ভারতের অবস্থান আগের তুলনায় ভালো হয়েছে। অন্যদিকে দূষণেও পাকিস্তানের দোসর হয়েছে বাংলাদেশ!
মানব শরীরের জন্য বিষাক্ত পদার্থের কণা (PM2.5) বিশ্বব্যাপী নয় জন মানুষের মধ্যে একজনের মৃত্যুর কারণ। হৃদরোগ, হাঁপানি এবং ক্যান্সারের মতো গুরুতর রোগের সঙ্গে এর আত্মীয়তা রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার অধিকাংশ দেশে নগরায়ণ, পরিবেশ সুরক্ষার নিয়ম না মানা কলকারখানা এবং জলবায়ুগত কারণে দূষণ ক্রমশ ঊর্ধ্বমুখী।
২০২৪-'২৫-এর এয়ার ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ দ্বিতীয় সবচেয়ে দূষিত দেশ। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিষাক্ত পদার্থের কণার (PM2.5) লেভেল পৌঁছেছে আতঙ্কের পরিস্থিতিতে (73.7 µg/m³)। অন্যদিকে সাম্প্রতিক রিপোর্ট অনুয়ায়ী, ভারতে বায়ুদূষণ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। সেই কারণেই তালিকায় তৃতীয় থেকে পঞ্চমে নেমে এসেছে। বায়ুদূষণের গড় ইন্ডেক্স (54.4 µg/m³) ২০২৩-এর তুলনায় ভালো (50.6 µg/m³) হয়েছে।
উল্লেখ্য, এই তালিকায় সবচেয়ে স্বচ্ছ তথা নির্মল বাতাসের দেশ হল আইসল্যান্ড, নিউজিল্যান্ড এবং ফিনল্য়ন্ড। সবুজ প্রকৃতিকে রক্ষা এবং কঠোর ভাবে পরিবেশ সংক্রান্ত আইনগুলি মেনে চলাই এই দেশগুলির চমৎকার বায়ুর স্বাস্থ্যের কারণ।
