সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কাশ্মীরে উড়ল পাকিস্তানের পতাকা। সোমবার, পুলওয়ামার একটি কলেজে পাক পতাকা উড়তে দেখা যায়। দু’দিন ছুটির পর এদিন কলেজ খুলতে দেখা যায় চত্বরে উড়ছে পাকিস্তান-সহ ইসলামিক স্টেটের পতাকা। এছাড়াও সন্ত্রাসবাদী বুরহান ওয়ানির সমর্থনে বেশ কয়েকটি পোস্টারও দেখা যায়। ঘটনাটি প্রশাসনের নজরে আসতে ওই পতাকাগুলি খুলে নেওয়ার জন্য কলেজে পুলিশ বাহিনী পাঠানো হয়। জানা গিয়েছে, তারপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে ছাত্রদের। শুরু হয় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া।
[বিশ্ব মানচিত্রে জায়গা করে নিল শহরের ইকো পার্ক]
পুলিশ সূত্রে খবর, ছাত্রদের একাংশ কলেজ থেকে বেরিয়ে অন্য পাথর নিক্ষেপকারীদের সঙ্গে যোগ দেয়। পরিস্থিতি সামলাতে বাধ্য হয়ে টিয়ার গ্যাস ও লাঠি চালায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও আধাসেনা বাহিনী। উল্লেখ্য, যারা ‘আজাদি’ চাইছে, কাশ্মীর সমস্যা মেটাতে সেই সব বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা বলবে না কেন্দ্র। শুক্রবার সুপ্রিম কোর্টকে এই কথাই জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। শীর্ষ আদালতে কেন্দ্রের বক্তব্য, জনপ্রতিনিধিদের সঙ্গেই কথা বলবে নয়াদিল্লি। যারা ‘আজাদি’ চাইছে, তাদের সঙ্গে নয়।
[এই আশ্চর্য তালা খোলার কায়দা জানলে আপনিও চমকে উঠবেন]
উল্লেখ্য, ২৪ এপ্রিল শ্রীনগরের প্রাণকেন্দ্র লালচকে নিরাপত্তারক্ষীদের দিকে পাথর ছুড়তে দেখা গিয়েছিল স্কুল পড়ুয়া মেয়েদের। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এমন বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যে বিচ্ছিন্নতাবাদীদের উসকানির আভাস পায় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার সেই ‘উন্মত্ত’ কিশোরী-তরুণীদের শায়েস্তা করতে প্রমীলা বাহিনীকেই হাতিয়ার করছে কেন্দ্র। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উপত্যকায় মহিলা পাথর নিক্ষেপকারীদের জব্দ করতে প্রমীলা রিজার্ভ ব্যাটালিয়ন মোতায়েন করা হবে।
The post কাশ্মীরের কলেজে উড়ল পাকিস্তানের পতাকা appeared first on Sangbad Pratidin.
