shono
Advertisement
Haryana

ইসলামাবাদে যেত সেনার গোপন তথ্য! পানিপথে বড়সড় অভিযানে গ্রেপ্তার পাক গুপ্তচর

গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি পাঞ্জাব থেকেও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Amit Kumar DasPosted: 01:18 PM May 14, 2025Updated: 01:53 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই বড়সড় অভিযান হরিয়ানা পুলিশের। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। ২৮ বছর বয়সি ওই যুবকের নাম নৌমান ইলাহি। উত্তরপ্রদেশের শামলি জেলার বাসিন্দা ওই যুবককে মঙ্গলবার পানিপথ থেকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, নৌমান পাকিস্তানের বাসিন্দা এক যুবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। অভিযোগ, দেশের সেনাবাহিনীর পাশাপাশি আরও নানা গোপন তথ্য জোগাড় করে তা হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশাল মিডিয়ায় মাধ্যমে পাকিস্তানের পাঠাতেন। অহিয়ানার এডিজি কূলদীপ যাদব বলেন, পাকিস্তানের ওই হ্যান্ডেলারের সঙ্গে নৌমানের যে যোগাযোগ ছিল তা ইতিমধ্যেই প্রমাণিত। আমাদের অনুমান, দীর্ঘদিন ধরে পাকিস্তানের গোপন তথ্য পাঠাচ্ছিলেন ওই যুবক। অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি ইতিমধ্যেই তার ফোন ফরেনসিক দপ্তরের কাছে পাঠানো হয়েছে।

হরিয়ানার পুলিশের তরফে জানার চেষ্টা চলছে ঠিক কোন কোন সরকারি সংস্থার সম্পর্কে তথ্য পাঠিয়েছেন অভিযুক্ত। নৌমানের কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি একটি ল্যাপটপ ও প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর কার্যত অ্যালার্ট মোডে চলে গিয়েছে গোটা দেশ। প্রতিটি রাজ্যেই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি পাঞ্জাব থেকে দুই হ্যান্ডেলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচার করত ওই দুই জন। এবার গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হল আরও একজনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই বড়সড় অভিযান হরিয়ানা পুলিশের।
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে।
  • পুলিশের তরফে জানানো হয়েছে, নৌমান পাকিস্তানের বাসিন্দা এক যুবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।
Advertisement