shono
Advertisement

Breaking News

চণ্ডীগড়ে চালু হল বাবা রামদেবের প্রথম ‘পৌষ্টিক’ রেস্তরাঁ

তন্দুরি-কাবাবের পাশে মেনুতে রয়েছে পানীয়ের বন্দোবস্তও৷ The post চণ্ডীগড়ে চালু হল বাবা রামদেবের প্রথম ‘পৌষ্টিক’ রেস্তরাঁ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:18 PM Apr 18, 2017Updated: 10:48 AM Apr 18, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ঘি, মধু, তেল, সাবান, শ্যাম্পু  থেকে ফেসপ্যাক, ফেসক্রিম – নিত্য প্রয়োজনীয় সামগ্রীর এমন কিছু বাদ নেই যা পতঞ্জলির ভান্ডারে পাওয়া যায় না৷ দিনে দিনে বাবা রামদেবের ভেষজ উপাদানের চাহিদা বেড়েই চলেছে৷ রমরমিয়ে চলছে ব্যবসা৷ নাম ছড়িয়েছে বিদেশেও৷ তবে এখানেই থেমে থাকতে রাজি নন বাবা রামদেব অ্যান্ড কোম্পানি৷ এবার রেস্তরাঁ ব্যবসাতেও হাতেখড়ি হল পতঞ্জলি ফ্র্যাঞ্চাইজির৷ চণ্ডীগড়ে খুলল বাবা রামদেবের কোম্পানির প্রথম রেস্তরাঁ৷ নাম ‘পৌষ্টিক’৷

Advertisement

[টিফিন নিয়ে বচসার জেরে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী]

সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পৌষ্টিকের দরজা৷ লাল ও গেরুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে ভিতর ও বাইরের সাজসজ্জা৷ রয়েছে বাবা রামদেব ও সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের ছবি৷ আর পাতে মিলছে পুরোপুরি নিরামিষ খাবার৷ যা তৈরি হচ্ছে তাজা শাক-সবজি দিয়ে৷ আপাতত মেনু কার্ডে ঠাঁই পেয়েছে আজওয়ান-পনির টিক্কা, তন্দুরি উচ্ছে, লাউয়ের কাবাব, মেথি-ভুট্টার শিক, পুষ্টিকর তন্দুরি প্ল্যাটার, তন্দুরি সোয়ার মতো পদ৷

থাকছে পানীয়ের বন্দোবস্তও৷ গোলাপের লস্সি, ম্যাঙ্গো লস্সি, পতঞ্জলি ঠান্ডাই, পতঞ্জলি আম পানা, পতঞ্জলি জ্যুস৷ শুধু খাবারই নয়, মেনুকার্ডে লেখা থাকবে স্বাস্থ্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ৷ যা মানুষের শরীরের পক্ষে খুবই উপকারি৷

[এক বছরে ৪৩৪টি হারানো শিশুকে উদ্ধার করে নজির এই অফিসারের]

এমনিতে পঞ্জাব আমিষ প্রিয় রাজ্য বলেই পরিচিত৷ কিন্তু পৌষ্টিকের খাবার তার থেকে স্বাদে কোনও অংশে কম হবে না বলে অভিমত সংস্থার আধিকারিকদের৷ সেই সঙ্গে এই খাবারগুলি তৈরি হবে উন্নত মানের সবজি দিয়ে৷ তাই খাবারের গুণ নিয়ে ক্রেতাদের কোনও চিন্তাই থাকবে না৷ অনেকে ডায়েটের কারণে রেস্তরাঁর তেল-মশলা জাতীয় খাবার এড়িয়ে যান৷ তাঁদের ক্ষেত্রেও পৌষ্টিক আদর্শ উদহরণ হবে বলে মনে করা হচ্ছে৷ খাবার সুস্বাদু তো হবেই দামেও অনেক সস্তা হবে বাবা রামদেবের এই পৌষ্টিক আহারগুলি৷

[‘নমাজের জন্য আজান জরুরি, লাউডস্পিকার নয়’]

The post চণ্ডীগড়ে চালু হল বাবা রামদেবের প্রথম ‘পৌষ্টিক’ রেস্তরাঁ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement