সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারে আক্রান্ত মা চিকিৎসাধীন হাসপাতালে। এই পরিস্থিতিতে তাঁর চিকিৎসকের উপরে হামলায় অভিযুক্ত ছেলে। বুধবার সকালে চেন্নাইয়ের এক সরকারি হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আক্রান্ত চিকিৎসক ভর্তি রয়েছেন হাসপাতালের আইসিইউ বিভাগে।
ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, কালাইনার সেন্টিনারি হাসপাতালের আউটডোরে কর্মী সেজে ঢুকে পড়েন অভিযুক্ত ভিগনেশ। অভিযোগ, তার পরই তিনি ছুরি নিয়ে চড়াও হন মায়ের চিকিৎসকের উপরে। পর পর সাতটি কোপ মারেন তাঁর বুকে। এর পরই নাকি তিনি পালাতে চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তাঁকে ঘিরে ফেলেছে পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে।
কেন এমন হামলা চালাল ওই অভিযুক্ত? প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, ভিগনেশের সন্দেহ ছিল ওই চিকিৎসক তাঁর মায়ের যথাযথ চিকিৎসা করছেন না। এবং তাঁকে ভুল ওষুধ দিয়েছিলেন। এদিকে আক্রান্ত চিকিৎসক ড. বালাজি হৃদরোগে ভুগছিলেন বলে জানা যাচ্ছে। ফলে তাঁর বুকের উপরের অংশে এই চোট ঘিরে উদ্বিগ্ন হাসপাতালে চিকিৎসক মহল। দ্রুত আইসিইউয়ে ভর্তি করা হয়েছে তাঁকে। শুরু হয়েছে চিকিৎসা।