সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে সিদ্ধান্ত নিতে বেশ কয়েকদিন সময় লেগে যেত। কিন্তু এখন আমরা মাত্র ২২ মিনিটেই সিদ্ধান্ত নিতে পারি। কংগ্রেসকে খোঁচা দিয়ে মন্ত্রিসভার বৈঠকে অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর বুধে প্রথমবার পূর্ণ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মোদি বলেন, “গোটা বিশ্ব আমাদের শক্তি দেখেছে। আগে সিদ্ধান্ত নিতে বেশ কয়েকদিন সময় লেগে যেত। কিন্তু এখন আমরা মাত্র ২২ মিনিটেই সিদ্ধান্ত নিতে পারি।” প্রসঙ্গত, মুম্বই হামলা পর তৎকালীন কংগ্রেস সরকারের ভূমিকা নিয়ে আগে একাধিকবার প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। সেই ধারা বজায় রেখে এদিন মোদি তাঁর বক্তব্যের মাধ্যমে কংগ্রেসকে ফের কটাক্ষ করলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
সিঁদুরের গুরুত্ব উথ্থাপন করে মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের লক্ষ্য অনেক বড় কিন্ত সময় কম। তাই লক্ষ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে আমাদের কাজ করতে হবে।” পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প নিয়েও এদিন কথা বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “গোটা বিশ্ব আমাদের দেখছে। দ্রুত প্রকল্পগুলি সম্পন্ন করুন।” বৈঠকে বাণিজ্য, জলশক্তি এবং মোদি সরকারের গত ১১ বছরের কার্যক্রমের বিস্তৃত একটি পর্যালোচনাও উপস্থাপন করা হয়।
