shono
Advertisement

৬ দিন, ৪ রাজ্য, ৮ কর্মসূচি! ভোটের মুখে মোদি যেন ‘যন্ত্রমানব’

চার রাজ্যেই বিজেেপির মুখ মোদি।
Posted: 03:58 PM Sep 30, 2023Updated: 04:09 PM Sep 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভার (Lok Sabha Elections) আগে শেষ বিধানসভা নির্বাচন। বলা ভালো, চলতি বছরের শেষে যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে সেটা লোকসভার সেমিফাইনাল। বিজেপির (BJP) জন্য কোথাও ক্ষমতায় প্রত্যাবর্তনের লড়াই, কোথাও সরকার পরিবর্তনের লড়াই। আর এই লড়াইয়ে কংগ্রেসকে (Congress) এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কেন্দ্রের শাসকদল।

Advertisement

সেমিফাইনালের এই মহারণে তাই নিজেদের ‘ব্রহ্মাস্ত্র’ নরেন্দ্র মোদিকে পুরোদস্তুর ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই যে বিজেপির মুখ, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছে বিজেপি। এবার প্রধানমন্ত্রী পুরোপুরি নেমে গেলেন প্রচারের কাজে। আগামী ৬ দিনে দেশের ৪ রাজ্যে ৮টি আলাদা আলাদা কর্মসূচিতে অংশ নেবেন মোদি। সে তেলেঙ্গানার জনসভা হোক বা ছত্তিশগড়ের শোভাযাত্রা। আগামী ৬ দিন মোদি কার্যত যন্ত্রের মতো রাজ্যে রাজ্যে ঘুরবেন।

[আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধিতে কারও ধর্মে আঘাত নয়, আশ্বাস আইন কমিশনের]

শনিবার থেকেই শুরু হচ্ছে দেশের চার ভোটমুখী রাজ্যে প্রধানমন্ত্রীর মেগা নির্বাচনী সফর। চলবে আগামী বুধবার পর্যন্ত। শনিবার ছত্তিশগড়ের বিলাসপুরে ‘পরিবর্তন যাত্রা’র পর কলেজ গ্রাউন্ডে ‘পরিবর্তন মহাসঙ্কল্প’ সভায় বক্তৃতা করবেন মোদি (Narendra Modi)। রবিবার তেলঙ্গানার মেহবুবনগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি হায়দরবাদে সভা করবেন তিনি। ২ অক্টোবর মোদী যাবেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। গোয়ালিয়রে একটি সভা করার পর চলে যাবেন কংগ্রেস শাসিত রাজস্থানে। সেদিনই চিতৌরগড়ে প্রচার কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর।

[আরও পড়ুন: মোদি ফ্যাক্টর নয়! রুখতে হবে RSS-কে, নয়া কৌশল শুরু INDIA জোটের]

আসলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা চার রাজ্যেই বিজেপি এবার কঠিন লড়াইয়ের মুখে। ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেস ক্ষমতায়। মধ্যপ্রদেশে আবার দীর্ঘ প্রতিষ্ঠানবিরোধিতার সঙ্গে লড়তে হচ্ছে বিজেপিকে। আবার তেলেঙ্গানায় মূল লড়াই কংগ্রেস এবং বিআরএসের। তবে বিজেপি সেরাজ্যে ভাল ফল করবে বলে আশা প্রধানমন্ত্রীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement