shono
Advertisement
Joe Biden

'খুবই উদ্বিগ্ন আমরা', ক্যানসার আক্রান্ত বাইডেনের দ্রুত আরোগ্য কামনা মোদির

যথেষ্ট দেরি হয়ে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায়।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:14 PM May 19, 2025Updated: 06:18 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ রোগ ক্যানসার ছড়িয়ে পড়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে। প্রস্টেট ক্যানসার দানা বাঁধলেও তা শরীরের সমস্ত হাড় কুড়ে কুড়ে খাচ্ছে। মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায়। এই খবর প্রকাশ্যে আসতেই বাইডেনের আরোগ্য কামনা করছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। তাঁর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সুস্থতা প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

২০২৩ সালেও ত্বকের ক্যানসার হয়েছিল বাইডেনের। তবে সেবার অস্ত্রোপচার করে তা সারিয়ে তোলা হয়। কিন্তু রবিবার বাইডেনের দপ্তরের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, মূত্রত্যাগে কিছু সমস্যা দেখা দিয়েছিল তাঁর। তারপরেই একটি প্রস্টেট নডিউল পাওয়া যায় বাইডেনের দেহে। আপাতত দেহে ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কীভাবে আরও উন্নতমানের চিকিৎসা করানো যায়, সেই নিয়ে আলোচনা করছে বাইডেন পরিবার। জানা গিয়েছে, গ্লিসন স্কোরের নিরিখে ৯-এ পৌঁছে গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ক্যানসার। মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, এই স্কোর ১০ হলেই তা অত্যন্ত গুরুতর।

এই খবরে দুঃখপ্রকাশ করেছন মোদি। আজ সোমবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্যের কথা শুনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের শুভ কামনা ওঁর সঙ্গে রয়েছে। আমরা জিল বাইডেন ও গোটা পরিবারের পাশে রয়েছি। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।' বাইডেনের শারীরিক অবস্থার কথা জেনে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তাঁরা দু'জনেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনা করেছেন।

বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনীতিতে প্রবল প্রতিদ্বন্দ্বীর দ্রুত আরোগ্য কামনা করে নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘মেলানিয়া এবং আমি এই খবরে অত্যন্ত দুঃখিত। আমরা জিল এবং গোটা বাইডেন পরিবারের পাশে রয়েছি। আশা করি জো দ্রুত সুস্থ হয়ে উঠবে, পুরোপুরি সেরে উঠবে।” বাইডেনের ডেপুটি কমলা হ্যারিসও এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জো একজন যোদ্ধা।’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মারণ রোগ ক্যানসার ছড়িয়ে পড়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে।
  • প্রস্টেট ক্যানসার দানা বাঁধলেও তা শরীরের সমস্ত হাড় কুড়ে কুড়ে খাচ্ছে।
  • মার্কিন ক্যানসার সোসাইটির মাপকাঠি অনুযায়ী, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসায়।
Advertisement