shono
Advertisement

আচমকাই বাতিল মোদির ভুটান সফর, নেপথ্যে লোকসভার ব্যস্ততা?

প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় দফায় এটাই ছিল মোদির শেষ বিদেশ সফর। মোদিকে স্বাগত জানাতে সেজে উঠেছিল ভুটান। কিন্তু ওয়াকিবহাল মহলের অনুমান, লোকসভা নির্বাচনের আগে আর হয়তো ভুটান সফরে যেতে পারবেন না মোদি।
Posted: 10:57 PM Mar 20, 2024Updated: 10:59 PM Mar 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই বাতিল হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিদেশ সফর। বৃহস্পতিবার থেকে দুদিনের জন্য ভুটান সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই বাতিল হয়ে গেল সেই সফর। কবে প্রতিবেশী দেশটিতে যাবেন মোদি, সেই নিয়ে এখনও বিস্তারিত খবর মেলেনি। প্রসঙ্গত, ভুটানে (Bhutan) চিনা চোখ রাঙানির মধ্যে সেদেশে মোদির সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল কূটনৈতিক মহলে।

Advertisement

কেন হঠাৎ বাতিল হল প্রধানমন্ত্রীর ভুটান সফর? বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, আচমকা আবহাওয়ার অবনতির কারণেই মোদির ভুটান সফর বাতিল করা হচ্ছে। কারণ গত কয়েকদিন ধরেই পারো বিমানবন্দর এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। তাই বৃহস্পতিবার থেকে প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত। কবে প্রতিবেশী দেশে যাবেন মোদি, সেই দিনক্ষণ চূড়ান্ত করতে আপাতত আলোচনা চলছে দুই দেশের আধিকারিকদের মধ্যে।

[আরও পড়ুন: জঙ্গি দমনে বিরাট সাফল্য, অসম থেকে ধৃত ভারতের আইসিস প্রধান

মোদির সফর ঘিরে কার্যত সেজে উঠেছিল ভুটান। পথের ধারে মোদিকে স্বাগত জানাতে বিশেষ পোস্টারও লাগানো হয়। লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে নিজের দ্বিতীয় দফায় সম্ভবত এটাই ছিল মোদির শেষ বিদেশ সফর। প্রসঙ্গত, গত সপ্তাহেই ভার‍ত সফরে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। নির্বাচনের জয়ের পর সেটাই ছিল তাঁর প্রথম ভারত সফর। ভারতের বন্ধু হিসাবে পরিচিত তোবগে প্রধানমন্ত্রী হওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের অনুমান ছিল, নির্বাচনে কলকাঠি নেড়ে চিনপন্থী নেতাদের ভুটানের ক্ষমতায় বসাতে পারে বেজিং। কিন্তু সমস্ত আশঙ্কা নস্যাৎ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তোবগের দল। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনার জন্য ভুটান সফরে যাবেন মোদি, এমনটাই অনুমান ছিল। লোকসভা ভোটের আগে ভুটানে দাঁড়িয়ে চিনের রক্তচক্ষু উপেক্ষা করার বার্তাও দিতে পারতেন মোদি। কিন্তু আপাতত ওয়াকিবহাল মহলের অনুমান, সম্ভবত লোকসভার আগে আর ভুটান সফরে যাওয়া হচ্ছে না মোদির।

[আরও পড়ুন: লোকসভার আগে কংগ্রেসে যোগ বিহারের ‘বাহুবলি’ পাপ্পু যাদবের, যোগাযোগ একাধিক নেতার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement