সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের শুরুতেই সুখবর। একধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম। গত মাসেও কমেছিল ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। পরপর দু'মাস দাম কমায় স্বস্তিতে ব্য়বসায়ীরা।
জুনের শুরুতেই অর্থাৎ রবিবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ২৪ টাকা। কলকাতায় কমেছে প্রায় সাড়ে ২৫ টাকা। গত মাসেও দাম কমানো হয়েছিল ১৫ টাকা। ফলে এমাসে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৮২৬ টাকা। মে মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৮৫১ টাকা ৫০ পয়সা। এপ্রিলে এই দাম ছিল ১ হাজার ৮৬৮ টাকা ৫০ পয়সা। তবে বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত। সিলিন্ডার পিছু গুনতে হবে ৮৭৯ টাকাই।
রাজধানী দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৭২৩ টাকা ৫০ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ে এই দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৪ টাকা ৫০ পয়সা। চেন্নাইতে দাম হল ১ হাজার ৮৮১ টাকা।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। এর আগে ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের ঠিক আগে আগে সামান্য কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তার আগে জানুয়ারিতেও সামান্য কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। এরপর এপ্রিলে বাড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে পরপর দুমাস দাম কমায় স্বস্তিতে ব্যবসায়ীরা। সাধারণত, ১৯ কেজির সিলিন্ডার হোটের, রেস্তরাঁ, খাবারের দোকান বা অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়। গেরস্থালিতে ব্যবহৃত হয় ১৪ কেজির এলপিজি সিলিন্ডার।
