shono
Advertisement
RSS

RSS নেতার ছেলে খুন, পাঞ্জাবে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত

মূল অভিযুক্তকে পুলিশের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই দুষ্কৃতী।
Published By: Amit Kumar DasPosted: 04:59 PM Nov 28, 2025Updated: 07:42 PM Nov 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস নেতার ছেলে খুনের ঘটনায় নয়া মোড়। পাঞ্জাবে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হল মূল অভিযুক্তের। পুলিশের তরফে জানা গিয়েছে, পুলিশ হেফাজত থেকে মূল অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যেতে হামলা চালিয়েছিল দুই অপরাধী। তখনই তাঁদের সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। দু'পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে মূল অভিযুক্তের।

Advertisement

গত ১৫ নভেম্বর পাঞ্জাবের ফিরোজপুরের মোচি বাজারে আরএসএস নেতার ছেলেকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। পাঞ্জাব আরএসএসের শীর্ষ নেতা বলদেব রাজ আরোরার পুত্র ছিলেন মৃত নবীন আরোরা। জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। তবে বাজারের ঠিক মাঝখানে তাঁর পথ আটকায় দুই ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে নবীনের মাথায় গুলি ছোড়া হয়। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে বাদল নামে এক অভিযুক্তকে।

ফিরোজপুর রেঞ্জের ডিআইজি হরমনবীর সিং গিল জানিয়েছেন, পুলিশি জিজ্ঞাসাবাদের সময় বাদল এই খুনের ঘটনায় তাঁর দুই সহযোগী, রাজু এবং সোনু সম্পর্কে তথ্য দিয়েছিল। আধিকারিকের মতে, অভিযুক্তদের পরিকল্পনা ছিল বৃহস্পতিবার ভোর ৫টায় অপরাধীরা মহামুজোহিয়া শ্মশানে একজোট হবে। সেখান থেকে তাঁরা চলে যাবে রাজস্থানে। ওই শ্মশানে কিছু অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে বলেও জানায় বাদল। সেইমতো বৃহস্পতিবার পুলিশ বাদলকে সঙ্গে নিয়ে ওই শ্মশানে যায়। সেখানে আগে থেকে লুকিয়ে ছিল অন্য দুই অভিযুক্ত।

কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তরা পুলিশের উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে বাদলকে মুক্ত করার চেষ্টা করে। পালটা পুলিশের গুলিতে আহত হন বাদল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ডিআইজি জানিয়েছে, পুলিশ আত্মরক্ষার জন্যই পালটা গুলি চালিয়েছিল। গুলির লড়াই চলাকালীন হেড কনস্টেবল বালোর সিং আহত হয়েছেন। ঘন কুয়াশা এবং অন্ধকারের সুযোগ নিয়ে দুই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের ধরার জন্য ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরএসএস নেতার ছেলে খুনের ঘটনায় নয়া মোড়।
  • পাঞ্জাবে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হল মূল অভিযুক্তের।
  • পুলিশের তরফে জানা গিয়েছে, পুলিশ হেফাজত থেকে মূল অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যেতে হামলা চালিয়েছিল দুই অপরাধী।
Advertisement