shono
Advertisement

লোকসভার আগে কংগ্রেসের মাস্টারস্ট্রোক, সক্রিয় রাজনীতির ময়দানে প্রিয়াঙ্কা

কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন ইন্দিরা গান্ধীর নাতনি। The post লোকসভার আগে কংগ্রেসের মাস্টারস্ট্রোক, সক্রিয় রাজনীতির ময়দানে প্রিয়াঙ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:14 PM Jan 23, 2019Updated: 02:17 PM Jan 23, 2019

নন্দিতা রায়: লোকসভা ভোটের আগে বড় চমক। পারিবারিক রীতি মেনে এবার রাজনীতির ময়দানে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন তিনি।

Advertisement

তাঁর চালচলন, কথাবার্তায় ইন্দিরা গান্ধীর ছায়া খুঁজে পান অনেকেই। গতবার লোকসভা ভোটের সময়ে উত্তরপ্রদেশের রায়বরেলি ও আমেঠিতে কংগ্রেসের হয়ে রীতিমতো প্রচার চালিয়েছিলেন তিনি। দাদার মতোই তিনিও রাজনীতিতে আসুন, কংগ্রেসের অন্দরেও বহুদিন আগেই এমন দাবি উঠেছিল। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বঢরা নিজে আগ্রহী ছিলেন না। বারবারই বলতেন, শুধুমাত্র সোনিয়া গান্ধী লোকসভা কেন্দ্র রায়বরেলি ও রাহুল গান্ধী লোকসভা কেন্দ্র আমেঠিতে কাজ করতে চান। তবে দলের যোগ না দিলেও গত লোকসভা ভোটের পর কংগ্রেসে যে রাজীব কন্যার গুরুত্ব বেড়েছে, তা টের পাওয়া গিয়েছিল। বছর দুয়েক আগে প্রিয়াঙ্কাকে কার্যকরী সভাপতি করার ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেসের তখনকার সভাপতি সোনিয়া গান্ধী। যদিও শেষপর্যন্ত অবশ্য তা হয়নি। ছবিটা বদলে গেল ২০১৯-এ, লোকসভা ভোটের ঠিক আগে। কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন ইন্দিরা গান্ধীর নাতনি।

বুধবার প্রিয়াঙ্কাকে দলের সাধারণ সম্পাদক পদে নিয়োগ করার কথা ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলের বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, আগামী মাসের শুরুতে এআইসিসি-র সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করবেন প্রিয়াঙ্কা। লোকসভা ভোটে পশ্চিম উত্তরপ্রদেশের দলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। শেষপর্যন্ত প্রিয়াঙ্কা কংগ্রেসে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দলের অন্দরে। এর আগে উত্তরপ্রদেশে দলের দায়িত্বে ছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। কিন্তু, এখন হিন্দি বলয়ের বৃহত্তম রাজ্যটি দুই ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বে কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিকে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন তাঁর স্বামী রবার্ট বঢরাও।

 

 

The post লোকসভার আগে কংগ্রেসের মাস্টারস্ট্রোক, সক্রিয় রাজনীতির ময়দানে প্রিয়াঙ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement