সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে নৃশংস সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এহেন আবহে সীমান্তবর্তী সব জেলার পুলিশকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এরইমধ্যে বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাকিস্তান যোগের সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে পাঁচটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যোধবীর সিং তার্ন তারান জেলার নৈশেরার বাসিন্দা। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের কাছ থেকে দু’টি পিএক্সফাইভ পিস্তল, একটি পয়েন্ট ৩০ এবং দু’টি নাইন এমএম গ্লক পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যোধবীর পাকিস্তানি চোরাচালানকারীদের সঙ্গে যুক্ত। তাদের সহায়তাতেই ভারতে অস্ত্র সরহরাহের কাজ করত সে। অমৃতসরের স্টেট স্পেশাল অপারেশন সেল একটি মামলা দায়ের করেছে। এই কারবারে আরও বড় কেউ জড়িত রয়েছে কিনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, এর আগেও রামদাস শহর থেকে অস্ত্র-সহ দু'জনকে গ্রেপ্তার করেছিল অমৃতসর গ্রামীণ পুলিশ। পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল একটি পোস্টে লিখেছেন, “সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য। এনকাউন্টারের পরে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।” অভিযুক্ত বিশাল মহিশ এবং লাভপ্রীত সিং জাফরাবাদের বাসিন্দা। পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গুলিও ছোড়ে তারা। এরপরেই তাদের গ্রেপ্তার করা হয়।
