shono
Advertisement

Breaking News

PV Narasimha Rao

'সমাধির জন্য ২ গজ জমিও দেননি', এবার কংগ্রেসকে নিশানা নরসিমা রাওয়ের পরিবারের

নরসিমা রাওয়ের ভাই মনে করছেন, মনমোহন সিংকেও যথেষ্ট সম্মান দেবে মোদি সরকার।
Published By: Subhajit MandalPosted: 03:47 PM Dec 29, 2024Updated: 03:47 PM Dec 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির দাবিতে কংগ্রেস সরব। অথচ আর এক প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধির জন্য দুগজ জমিও দেয়নি হাত শিবির। এবার সরব পি ভি নরসিমা রাওয়ের পরিবার। নরসিমা রাওয়ের ভাই মনোহর রাও সোনিয়া গান্ধীকে নিশানা করে বলেন, "কংগ্রেস ওকে কোনওরকম সম্মান দেয়নি। একটা মূর্তিও গড়েনি। সেখানে মোদি নরসিমা রাওকে ভারতরত্ন দিয়েছেন।"

Advertisement

পি ভি নরসিমা রাও যখন প্রয়াত হলেন তখন কেন্দ্রে মনমোহন সিংয়ের ইউপিএ সরকার। অভিযোগ সেসময় দিল্লির রাজঘাট রোডের আশেপাশে নরসিমা রাওয়ের সমাধি তৈরির জন্য কোনও জমি বরাদ্দ করেনি সরকার। এমনকী, তাঁর মরদেহ আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরেও নিয়ে যাওয়া হয়নি। শেষে হায়দরাবাদে শেষকৃত্য হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর। সে কথা মনে করিয়ে মনোহর রাও বললেন, "সোনিয়া গান্ধী নরসিমা রাওয়ের মৃতদেহকে পর্যন্ত কংগ্রেস দপ্তরে ঢুকতে দেননি। দু'গজ জায়গাও দেননি সমাধির জন্য। একটা মূর্তিও বানাননি, ভারতরত্নও দেননি। সেটা দিয়েছেন নরেন্দ্র মোদি।"

ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হায়দরাবাদে নরসিমা রাওয়ের একটি বড় মূর্তি বানিয়েছেন। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্নও দেওয়া হয়েছে। তাতে আপ্লুত মনোহর রাও মনে করছেন, মোদি সরকার মনমোহনকেও সম্মান দেবে। হয়তো প্রক্রিয়াগত সমস্যার জন্য কাজটা হতে দেরি হচ্ছে। ফের কংগ্রেসকে নিশানা করে তিনি বলছেন, যারা অন্যদের সম্মান করতে পারে না, তাঁরা মনমোহনের সম্মান নিয়ে এত কথা বলছে। এটা আসলে রাজনীতি।

বিজেপির দীর্ঘদিনের অভিযোগ, কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে কাউকে সম্মান দেয় না। সেক্ষেত্রে ‘অগান্ধী’ কংগ্রেস নেতাদের সম্মান দেওয়াটা মোদি সরকারের রাজনীতিরই অঙ্গ। তবে মনমোহনের সমাধি নিয়ে বিস্তর বিতর্ক চলছে। কংগ্রেসের অভিযোগ, নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন করে আসলে অপমান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সেই প্রসঙ্গ তুলেই কংগ্রেসকে খোঁচা দিল নরসিমা রাওয়ের পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির দাবিতে কংগ্রেস সরব।
  • আর এক প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধির জন্য দুগজ জমিও দেয়নি হাত শিবির।
  • নরসিমা রাওয়ের ভাই মনোহর রাও সোনিয়া গান্ধীকে নিশানা করে বলেন, "কংগ্রেস ওকে কোনওরকম সম্মান দেয়নি। একটা মূর্তিও গড়েনি। সেখানে মোদি নরসিমা রাওকে ভারত রত্ন দিয়েছেন।"
Advertisement