shono
Advertisement
Lalu Prasad Yadav

মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোয় বসেই অপহরণ, তোলাবাজির ছক! লালুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্যালকের

লালুর শ্যালকের এই অভিযোগ ভোটের বছরে আরজেডিকে চাপে ফেলবে তাতে সংশয় নেই।
Published By: Subhajit MandalPosted: 01:19 PM Feb 14, 2025Updated: 01:19 PM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে নয়া বিতর্কে আরজেডির প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব। অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি বাংলোয় বসেই অপহরণ, তোলাবাজির মতো অপরাধের ছক কষতেন লালু। চমকপ্রদ বিষয় হল লালুর বিরুদ্ধে এই অভিযোগগুলি তুলেছেন তাঁরই শ্যালক সুভাষ যাদব।

Advertisement

লালু মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর স্ত্রী রাবড়ি দেবীর দুই ভাই সুভাষ যাদব এবং সাধু যাদবের বিরুদ্ধে পাটনা তথা বিহারজুড়ে অরাজকতা চালানোর অভিযোগ উঠত। বহু ডাকাতি, তোলাবাজি, অপহরণের মতো মামলায় মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে লালুর দুই শ্যালকের নাম। বস্তুত সেসময় সংবিধান বহির্ভূত ক্ষমতার কেন্দ্রে চলে এসেছিলেন লালুর দুই শ্যালক। অভিযোগ, দুই শ্যালকের বাড়বাড়ন্তে শুরুতে রাশ টানার চেষ্টাও করেননি লালু। বরং তিনিই পৃষ্ঠপোষকতা করেছেন।

কিন্তু একটা সময় দুজনে নিয়ন্ত্রণের বাইরে চলে যান। লালু দুই শ্যালককে আরজেডির মূল স্রোত থেকে একপ্রকার বহিষ্কার করেন। তারপর থেকেই লালুর দুই শ্যালক লালু পরিবারের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছেন। এবার সুভাষ যাদব বলছেন, "আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। অথচ সে সময় পটনায় মুখ্যমন্ত্রীর বাংলো থেকেই অপহরণ করে মুক্তিপণের পরিকল্পনা তৈরি হত। ওরাই ঠিক করতেন কাকে কখন অপহরণ করা হবে। কাকে কখন মুক্তি দেওয়া হবে।" সুভাষ যাদবের বক্তব্য, "আমার বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে এতদিনে আমাকে জেলে থাকতে হত। যেমন লালুজিকে পশুখাদ্য কেলেঙ্কারিতে থাকতে হয়েছে।"

লালুর শ্যালকের এই অভিযোগ ভোটের বছরে আরজেডিকে খানিক চাপে ফেলবে তাতে সংশয় নেই। বিজেপি বলছে, লালু জমানায় যে জঙ্গলরাজ চলত সে তো আর নতুন কিছু নয়। সুভাষ যাদবের মন্তব্যে সেটাই প্রমাণিত হল। আরজেডি অবশ্য বলছে, "সবটাই বিজেপির ষড়যন্ত্র।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নয়া বিতর্কে আরজেডির প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব।
  • অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি বাংলোয় বসেই অপহরণ, তোলাবাজির মতো অপরাধের ছক কষতেন লালু।
  • চমকপ্রদ বিষয় হল লালুর বিরুদ্ধে এই অভিযোগগুলি তুলেছেন তাঁরই শ্যালক সুভাষ যাদব।
Advertisement