সংবাদ প্রতিদিন ডিজিটাল: মথুরার রাধারানি মন্দিরে জারি হল নয়া পোশাকবিধি। হাফপ্যান্ট, বারমুডা, মিনি স্কার্ট পরে দেবালয়ে প্রবেশ নিষিদ্ধ করল মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এই বিষয়ে একটি নির্দেশিকা মন্দিরের গেটের বাইরে টাঙিয়ে দেওয়া হয়।
রাধারানি মন্দির কর্তৃপক্ষের অন্যতম রাসবিহারী গোস্বামী জানিয়েছেন, “এই মুহূর্তে পোশাক নিয়ে একটি নির্দেশিকা মন্দিরের বাইরে টাঙানো হয়েছে। সামনের সপ্তাহের মধ্যেই কঠোরভাবে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।” মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আরও বলা হয়েছে, মন্দিরের ভেতর ছেঁড়া জিনস(Torn Jeans) ও রাত পোশাকও পরে ঢোকা যাবে না।
[আরও পড়ুন: ঘরে জ্বলে কেবল দু’টি বাল্ব, তবু বিদ্যুতের বিল ১ লাখ টাকা! মাথায় হাত দরিদ্র বৃদ্ধার]
প্রসঙ্গত, কয়েক মাস আগেই মথুরার রাধা দামোদর মন্দিরেও হাফপ্যান্ট, বারমুডা, ছেঁড়া জিনস, মিনি স্কার্ট পরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এবার রাধারানি মন্দিরও পোশাক নিয়ে একই রকম নির্দেশিকা জারি করল। গত ২১ জুন বদাউনের বীরুয়াবাদি মন্দির কর্তৃপক্ষও মন্দিরে প্রবেশের ক্ষেত্রে জিনস, ছেঁড়া জিনস, টিশার্ট(T-Shirt), রাত পোশাক কঠোরভাবে নিষিদ্ধ করেছিল।