shono
Advertisement

৯৫০০ আরপিএফ নিয়োগ রেলে, মহিলাদের কর্মসংস্থানে বাড়তি গুরুত্ব

নজর মহিলা আরপিএফের সংখ্যা বাড়ানোর দিকে। The post ৯৫০০ আরপিএফ নিয়োগ রেলে, মহিলাদের কর্মসংস্থানে বাড়তি গুরুত্ব appeared first on Sangbad Pratidin.
Posted: 04:01 PM Mar 21, 2018Updated: 05:27 PM Aug 01, 2019

সুব্রত বিশ্বাস: যাত্রী সুরক্ষায় জোর। তাদেরই নিরাপত্তায় এবার সাড়ে ন’হাজার আরপিএফ কর্মী নিয়োগ করছে রেল। যার পঞ্চাশ শতাংশই মহিলা। খুব শিগগির এই নিয়োগ শুরু হবে। বেশ কয়েক বছর নিয়োগ না হওয়ায় অবসরের ঠেলায় বিভাগে শূন্যতা বেড়েছে। এখন আরপিএফকে বেশি সংখ্যায় ট্রেন এসকর্টে পাঠানোয় বাহিনীতে কর্মী সংকুলান হয়ে পড়েছে। ফলে নতুন করে নিয়োগ জরুরি হয়ে পড়েছে। কিছু দিনের মধ্যেই আবেদনপত্র জমা নেওয়া শুরু করবে রেল। ইদানীং মহিলা যাত্রীদের সুরক্ষা বিঘ্নের বেশ কিছু ঘটনা ঘটায় মহিলা আরপিএফের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ে। ফলে নিয়োগের অর্ধেক মহিলাদের ক্ষেত্রে সংরক্ষিত করা হচ্ছে।

Advertisement

[  দুর্ঘটনা ও নাশকতা রুখতে ড্রোনের নজরদারি, পদক্ষেপ রেলের ]

নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নীতিশ কুমার রেলমন্ত্রী থাকাকালীন আরপিএফে নিয়োগের পুরো বিষয়টি রিক্রুটমেন্ট বোর্ড মারফৎ করার নির্দেশ দেন। সেভাবে নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়। এভাবে স্বচ্ছ নিয়োগের ফলে অনেক কর্তারই অসুবিধা হওয়ায় আবার নানা অছিলা শুরু হয়। এই নিয়োগ প্রক্রিয়া সময় সাপেক্ষ এমন কথা তুলে আবারও আরপিএফ কর্তাদের তত্ত্বাবধানে নিয়োগ শুরু হয়। এই ধরনের নিয়োগে যাতে কোনওরকম দুর্নীতি প্রশ্রয় না পায় সেদিকে নজর রাখতে মনিটরিং কমিটিও করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষা পাস করলে শারীরিক দক্ষতায় উচ্চতা, বুকের মাপ, সুস্থতার পরীক্ষা ও পায়ের ছাপ নেওয়ার পর ১০০ মিটার দৌড়। তারপর এক মাইল দৌড়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বেছে নেওয়া হবে। দেখা হবে হাই জাম্প ও লংজাম্পের দক্ষতা। চালাতে হবে সাইকেলও।

[  বারবার মুলতুবি রাজ্যসভা, সাংসদদের নিয়ে নৈশভোজ বাতিল বিরক্ত বেঙ্কাইয়ার ]

এদিকে লাইনের বিপজ্জনক পরিস্থিতিতে যে সব রেল দুর্ঘটনা ঘটে ,তা রুখতে এবার ড্রোনের ব্যবহার শুরু করছে রেল।পাশাপাশি লাইন উড়িয়ে দেওয়ার মতো নাশকতার পরিস্থিতিও এতে নিয়ন্ত্রণে আসবে। মহারাষ্ট্র থেকে ছত্তিশগড় সীমান্তের লাইনগুলি পর্যন্ত প্রথমে এই নজরদারি শুরু হবে। বিপজ্জনক কিছুর আঁচ পেলেই উপযুক্ত সময়ে শুরু হবে রক্ষণাবেক্ষণের কাজ। বিপজ্জনক ও স্পর্শকাতর এলাকাগুলিতে ২৪ ঘণ্টাই নজরদারি চালাবে এই ড্রোন ক্যামেরা। রেল দুর্ঘটনায় লাগাম টানতে পশ্চিম-মধ্য রেলে পাইলট প্রোজেক্ট হিসাবে চালু হতে চলেছে এই রকমের ড্রোন নজরদারি।

The post ৯৫০০ আরপিএফ নিয়োগ রেলে, মহিলাদের কর্মসংস্থানে বাড়তি গুরুত্ব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement