shono
Advertisement

বিনামূল্যে ফোন পাইয়ে দেওয়ার ফাঁদ, কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত সরকারি আধিকারিক

পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।
Posted: 02:07 PM Aug 13, 2023Updated: 02:07 PM Aug 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। সরকারি প্রকল্পে বিনামূল্যে স্মার্টফোন পাইয়ে দেওয়ার ছুতোয় কিশোরীকে ধর্ষণ করা হয়েছে, এমনটাই জানিয়েছেন নির্যাতিতা এবং তাঁর পরিবার। বৃহস্পতিবার ওই ঘটনায় স্থানীয়রা বেধড়ক মারধর করে অভিযুক্তকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কারাউলি জেলায়। অভিযুক্ত পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আধিকারিক বছর পয়ত্রিশের সুনীল কুমার জাঙ্গিদ। গত ১০ আগস্ট বাড়িতে ছিলেন না ১৭ বছর বয়সি কিশোরীর বাবা। সেদিনই বেলা ১১ নাগাদ তাঁর বাড়িতে হাজির হন সুনীল। জানান, সরকারি প্রকল্পের কিশোরীর নাম এসেছে। সে বিনামূল্যে একটি স্মার্টফোন পাবে। ফাঁদে পা দেন কিশোরী। এর পর তাঁকে নিয়ে গিয়ে একটি গাড়ির ভিতরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

[আরও পড়ুন: ‘নিষিদ্ধ’ PFI-কে সমর্থন করে পঞ্চায়েত বোর্ড গঠন বিজেপির! চাপে পড়ে মুখ খুলল গেরুয়া শিবির]

কিশোরী পুলিশে অভিযোগ করেছেন, অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে তিনি ছুরি বের করে প্রাণে মারার হুমকিও দেন। কোনওভাবে গাড়ির ভিতর থেকে বেরোতে সক্ষম হন নাবালিকা। স্থানীয়রা ধরে ফেলে সরকারি আধিকারিককে। একটি পোলের সঙ্গে বেধে তাঁকে বেধড়ক মারধর করা হয়। যদিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি সুনীল। এই সুযোগে পলাতক হন অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

[আরও পড়ুন: পছন্দের যুবককে বিয়ে করতে চেয়েছিল নাবালিকা ভাগ্নি, ‘অপরাধে’ খুন করলেন মামা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement