shono
Advertisement
Gurugram

গাড়িতেই প্রসব বেদনা অন্তঃসত্ত্বার! ক্যাব চালকের সাহায্যে ভূমিষ্ঠ ছোট্ট প্রাণ

ওই দম্পতির থেকে কোনও ভাড়াও নেননি ওই চালক।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:24 PM Feb 21, 2025Updated: 08:26 PM Feb 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন স্ত্রী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন যুবক। কিন্তু গাড়ি করে খানিক দূর যেতেই প্রসব যন্ত্রণা প্রচণ্ড বেড়ে যায়। কোনও উপায় দেখে দম্পতির সহায় হন ওই ক্যাব চালক। মহিলাকে প্রসবে সাহায্য করলেন তিনি। তাঁর সহযোগিতাতেই ভূমিষ্ঠ হল ছোট্ট প্রাণ। ফুটফুটে ছেলের মুখ দেখলেন মা-বাবা। আর এই মানবিকতার জন্য নেট দুনিয়ায় ওই ক্যাব চালকই এখন হিরো। 

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা গুরুগ্রামের। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়। ক্যাব বুক করে স্ত্রীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর স্বামী। কিন্তু মাঝ রাস্তায় ওই মহিলার শারীরিক অবস্থা আরও খারাপ হয়। তাঁকে যন্ত্রণায় ছটপট করতে দেখে এগিয়ে আসেন ক্যাব চালক বিকাশ। গাড়ি থামিয়ে মহিলাকে প্রসবে সাহায্য করেন। ভূমিষ্ঠ হয় নবজাতক। তারপর কয়েক মিনিটের মধ্যে তাঁদের হাসপাতালে পৌঁছে দেন বিকাশ।

দুঃসময়ে পাশে দাঁড়ানোর পাশাপাশি ওই দম্পতির কাছ থেকে কোনও টাকাও নেননি বিকাশ। তাঁর ভাড়া হয়েছিল ১৬৮ টাকা। কিন্তু তিনি তা নিতে চাননি। হাসপাতালে পৌঁছে দেওয়ার পর গাড়ি নিয়ে ফিরে যান। এই মানবিক ঘটনা মন ছুঁয়েছে নেটাগরিকদের। অনেকেই তাঁকে 'হিরো'র তকমা দিয়েছেন। বিকাশের উপস্থিত বুদ্ধি ও তৎপরতায় এখন সুস্থ মা ও নবজাতক দু'জনেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই ঘটনা গুরুগ্রামের। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়।
  • ক্যাব বুক করে স্ত্রীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন তাঁর স্বামী।
  • মহিলাকে যন্ত্রণায় ছটপট করতে দেখে এগিয়ে আসেন ক্যাব চালক বিকাশ।
Advertisement