shono
Advertisement

Breaking News

Shaktikanta Das

অসুস্থ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, ভর্তি করা হল হাসপাতালে

কী হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের?
Published By: Amit Kumar DasPosted: 05:17 PM Nov 26, 2024Updated: 05:17 PM Nov 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ অসুস্থ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। মঙ্গলবার সকালে জানা গিয়েছে, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই তথ্য প্রকাশ্যে এনেছেন রিজার্ভ ব্যাঙ্কের এক মুখপাত্র। যদিও তাঁর শারীরিক অবস্থা তেমন গুরুতর নয় বলেই জানানো হয়েছে।

Advertisement

শক্তিকান্ত দাসের শারীরিক অবস্থা প্রসঙ্গে মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ওনার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। অ্যাসিডিটি বা অম্বলের সমস্যায় ভুগছিলেন তিনি। যার জেরেই হাসপাতালে ভর্তি করা হয় ওনাকে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন গভর্নর। কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে তাঁকে। চেন্নাইয়ের ওই বেসরকারি হাসপাতালের তরফেও এক বিবৃতি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, সোমবার রাতেই অম্বলের সমস্যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বর্তমানে সুস্থই রয়েছেন তিনি।

উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর শক্তিকান্ত দাস। উর্জিত প্যাটেলের ইস্তফার পর ২০১৮ সালের ১১ নভেম্বর শক্তিকান্তকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়। ২০২১ সালের ডিসেম্বরে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হলেও দ্বিতীয় দফায় আরও ৩ বছরের জন্য তাঁর মেয়াদ বাড়ায় সরকার। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ ডিসেম্বর। যদিও সূত্রের খবর, তৃতীয় দফায় ফের মেয়াদ বাড়ানো হতে পারে শক্তিকান্ত দাসের। তা যদি হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি সময়ের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হবেন শক্তিকান্ত দাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হঠাৎ অসুস্থ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
  • চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে।
  • এই তথ্য প্রকাশ্যে এনেছেন রিজার্ভ ব্যাঙ্কের এক মুখপাত্র।
Advertisement