shono
Advertisement

Breaking News

পলিথিনের ব্যাগ না পেয়ে দোকানিকে চড়, মৃত্যু

অভিযুক্তর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
Posted: 04:48 PM Feb 16, 2017Updated: 11:18 AM Feb 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পলিথিনের ক্যারিব্যাগ দিতে না পারায় ক্রেতার হাতে চড় খেয়ে প্রাণ হারালেন এক মিষ্টির দোকানের কর্মী। মুম্বইয়ের শিরভালির ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নাম অনিল মারুতি ভয়ার। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

শিরভালির বাসিন্দা অনিল ভয়ার গত রবিবার রাতে স্থানীয় একটি দোকান থেকে ১০০ টাকার মিষ্টি কেনেন। এরপরই দোকানের কর্মী কালু রামের (৩৫) কাছে একটি রঙিন পলিথিনের প্যাকেট চান। পুলিশ জানিয়েছে, পলিথিনের জিনিস ব্যবহার নিষিদ্ধ বলে, কালু তা দিতে অস্বীকার করেন। তবু পলিথিনের প্যাকেট  চেয়ে ভয়ার কালুকে বারবার জোর করছিল।

মাত্র ১০০ টাকা চুরির অভিযোগ, অপমানে আত্মঘাতী কিশোর

তালোজা থানার পুলিশ আধিকারিক রবীন্দ্র বুধওয়ান্ত জানান, প্যাকেট না পেয়ে কালু রামের কানের পাশে চড় কষিয়ে দেয় সে। পড়ে যান কালু। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার পনভেলের একটি হাসপাতালে মারা যান ওই মিষ্টির দোকানের কর্মী। দোকানের মালিকের কথায়, সরকার প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে। তা রাখলে জরিমানা পর্যন্ত দিতে হবে। কোনওভাবেই দোকানে তা রাখা সম্ভব নয়। এদিকে ওই ক্রেতা এসে আবার রঙিন পলিথিন ব্যাগ দাবি করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

৫০ টাকা রোজে জেলে মোমবাতি বানাবেন শশীকলা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement