shono
Advertisement

গুজরাটে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৯

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
Posted: 08:20 AM Jul 20, 2023Updated: 08:20 AM Jul 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত কমপক্ষে ৯ জন। আহত তিন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ শহরের সারখেজ-গান্ধীনগর হাইওয়ের ইসকন উড়ালপুলে৷ ঘটনায় এখনও পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ সোলা অসামরিক হাসপাতালের মেডিক্যাল অফিসার কৃপা প্যাটেল জানিয়েছেন, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ন’জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

[আরও পড়ুন: নগ্ন করে হাঁটিয়ে নিয়ে গিয়ে মহিলাদের ‘গণধর্ষণ’! মণিপুরের ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক]

উল্লেখ্য, এর আগেও এহেন ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থেকেছে গুজরাট (Gujarat)। গত ফেব্রুয়ারি মাসে সে রাজ্যের পাটন জেলার বাহারি এলাকায় যাত্রী বোঝাই একটি ভয়াবহ জিপ দুরন্ত গতিতে থাকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা লরিতে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ৭ জন যাত্রীর। জিপে মোট ১৮ জন যাত্রী ছিল। তদন্তে জানা য়ায়, জিপ চালকের গাফিলতির জেরেই ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

[আরও পড়ুন: সংসদের বাদল অধিবেশনে আসছে ৩১ বিল, রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে INDIA]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement