shono
Advertisement

Breaking News

Lucknow

ডিভাইডার ভেঙে ট্রাকে ধাক্কা, উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় মৃত ৫ চিকিৎসক

মৃতরা সকলে উত্তরপ্রদেশের সোফিয়া মেডিক্যাল কলেজের চিকিৎসক।
Published By: Amit Kumar DasPosted: 08:59 AM Nov 27, 2024Updated: 09:00 AM Nov 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকভোরে ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ট্রাকে ধাক্কা মারল গাড়ি। মর্মান্তিক এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সকলে উত্তরপ্রদেশের সোফিয়া মেডিক্যাল কলেজের চিকিৎসক বলে জানা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, সোফিয়া মেডিক্যাল কলেজের ৬ জন চিকিৎসক মঙ্গলবার রাতে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লখনউ গিয়েছিলেন। বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ সেখান থেকে গাড়িতে ফিরছিলেন। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে। এবং উলটোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির। দুর্ঘটনার এতটাই ভয়াবহ ছিল যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেও মৃত্যু হয় ৫ জনের। পাশাপাশি আর এক চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে এই দুর্ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্রুত গতিতে হাইওয়ে দিয়ে চলার সময় কোনওভাবে ঘুমিয়ে পড়েছিলেন চালক যার জেরেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এবং তীব্র গতির জেরে ডিভাইডার ভেঙে ভুল লেনে চলে আসে। পুলিশের তরফে জানানো হয়েছে, ৫টি দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একমাত্র জীবিত যুবকের নাম জয়বীর। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ট্রাকে ধাক্কা মারল গাড়ি।
  • মর্মান্তিক এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
  • মৃতরা সকলে উত্তরপ্রদেশের সোফিয়া মেডিক্যাল কলেজের চিকিৎসক।
Advertisement