shono
Advertisement
PM Modi

মোদির ৩৮ বিদেশ সফরে মোট খরচ ২৫৮ কোটি, জানাল কেন্দ্র

বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এই তথ্য দেন।
Published By: Biswadip DeyPosted: 12:37 AM Mar 21, 2025Updated: 12:42 AM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে ৩৮টি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা। বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

এদিন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বিদেশ সফর বাবদ খরচের হিসেব দেন। তিনি জানিয়েছেন, একটি একক সফরে সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০২৩ সালের জুনে মোদির মার্কিন সফরে। কেবল সেই সফরেই মোট খরচ হয় ২২ কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে ২০২৪ সালের সেপ্টেম্বরের আমেরিকা সফরে খরচ ১৫ কোটির কিছু বেশি। ২০২৩ সালের মে মাসে জাপান সফরে খরচ হয়েছিল ১৭ কোটি টাকার মতো। আবার ২০২২ সালের মে মাসে নেপাল সফরে খরচ হয়েছিল মাত্র ৮০ লক্ষ টাকার কিছু বেশি। এছাড়াও এই সময়কালে মোদি গিয়েছেন জার্মানি, কুয়েত, ডেনমার্ক, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি. উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, গ্রিস, পোল্যান্ড, রাশিয়া-সহ বহু দেশেই।

প্রসঙ্গত, এদিন রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এই তথ্য জানতে চেয়েছিলেন। তাঁর দাবি ছিল, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসের খরচ থেকে হোটেলে থাকা, পরিবহণ ও অন্যান্য খাতে কীরকম খরচ হয় তার বিস্তারিত বিবরণ জানাতে হবে। এরপরই এই তথ্য দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে।

বলে রাখা ভালো, গত ফেব্রুয়ারিতে ফের আমেরিকা সফরে যান মোদি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে প্রত্যাবর্তনের পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সেদেশে সফর। দুদিনের সফরে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে ৩৮টি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • আর তাতে খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা।
  • বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
Advertisement