সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। গভীর ভালোবাসা থেকেই আমি কথাগুলো বলেছি। তাই এর জন্য ক্ষমা চাইব না। কন্নড় বিতর্কে সাফ জানিয়ে দিলেন অভিনেতা কমল হাসান।
তাঁর কথায়, “গভীর ভালোবাসা থেকে বলা কথার জন্য আমি ক্ষমা চাইতে প্রস্তুত নই। অমি মনে করি, রাজনীতিবিদরা ভাষা সংক্রান্ত বিষয়ে কথা বলার যোগ্য নন। এর মধ্যে আমিও পড়ি। আমার বক্তব্যের সম্পূর্ণ ভুল ব্যখ্যা করা হয়েছে।”
শনিবার চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে অভিনেতা দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তাঁর এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়।কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। কর্নাটকের বিরোধী দলনেতা আর অশোকা বলেন, “কমল একজন মানসিক রোগী। আমি সরকারকে অনুরোধ করব যে কর্নাটকে তাঁর সমস্ত ছবি বয়কট করা হোক। না হলে তিনি মানসিক রোগীর মতোই আচরণ করতে থাকবেন।” কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “কন্নড় ভাষার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি দুর্ভাগ্যের যে কমল তা জানেন না।।”
প্রসঙ্গত, কমল রাজ্যসভার সদস্য হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। আগামী ১৯ তারিখ তামিলনাড়ুতে রাজ্যসভার নির্বাচন। সেখানে ডিএমকে-র সঙ্গে নির্বাচনী জোট সমীকরণ বজায় রেখে এবং যোগ-বিয়োগের অঙ্কে সংসদের উচ্চকক্ষে তাঁর আসনপ্রাপ্তি বড়সড় সম্ভাবনা। তবে ডিএমকে চাইলেই তো হবে না। কমলের নিজস্ব দল এমএনএম-এরও সম্মতি চাই। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার।
