shono
Advertisement

Breaking News

Salman Khurshid

‘কঠিন সময়ে ঘরের লোকের রাজনীতি করতে ব্যস্ত’, কংগ্রেসকে খোঁচা দিয়ে মন্তব্য সলমন খুরশিদের

বিদেশের মাটিতে ভারতীয় সাংসদদের যে প্রতিনিধি দল গিয়েছে, সলমন সেই দলের অংশ।
Published By: Subhodeep MullickPosted: 08:03 PM Jun 02, 2025Updated: 08:03 PM Jun 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বমঞ্চে সোচ্চার হচ্ছে ভারত। কিন্তু দুঃখের বিষয় হল এই কঠিন সময়ে পাশে না থেকে ঘরের লোকের রাজনীতি করতে ব্যস্ত। হাত শিবিরকে খোঁচা দিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ। বলে রাখা ভালো, বিদেশের মাটিতে ভারতীয় সাংসদদের যে প্রতিনিধি দল গিয়েছে, সলমন সেই দলের অংশ। 

Advertisement

সলমন তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বমঞ্চে সোচ্চার হচ্ছে ভারত। কিন্তু দুঃখের বিষয় হল এই কঠিন সময়ে পাশে না থেকে ঘরের লোকের রাজনীতি করতে ব্যস্ত। দেশপ্রেমিক হওয়া কি এতটাই কঠিন?’ তাঁর এই পোস্টের পরই আলোড়ন তৈরি হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, নাম না করে সলমন আসলে কংগ্রেসকেই আক্রমণ করেছেন। পরে মালয়েশিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, “অনেকেরই প্রশ্ন আপনি বিজেপি নেতাদের সঙ্গে কী করছেন? তাঁদের আমি বলতে চাই, আমরা দেশের জন্য কাজ করছি। আর দেশের জন্য কাজ করলে বাকি সবই অর্থহীন।” 

কয়েকদিন আগেই কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় কংগ্রেস নেতাকে। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে কাশ্মীরের একটা বড় সমস্যা ছিল। আসলে ৩৭০ ধারা যতদিন ছিল, ততদিন সরকারগুলির চিন্তাভাবনাও অন্যরকম ছিল। কোথাও একটা ধারণা ছিল যে কাশ্মীর দেশের বাকি অংশের থেকে আলাদা।” তাঁর সংযোজন, “৩৭০ ধারা বাতিল করে এই বড় সমস্যাটা মেটানো গিয়েছে।” সোজাসুজি মোদি সরকারের প্রশংসা না করলেও এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, “৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে একটা ভোট হয়েছে। তাতে ৬৫ শতাংশ ভোট পড়েছে। আজ সেখানে নির্বাচিত একটা সরকার চলছে। মানুষ চায়, আগে যা হয়েছে সব ভুলে থাকতে। আজ উপত্যকা উন্নয়নের পথে।” 

তাৎপর্যপূর্ণভাবে ৩৭০ ধারা প্রত্যাহার এবং জম্মু-কাশ্মীরকে ভাগ করে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করে কংগ্রেস। সে সময় কেন্দ্রের সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন সলমনও। এই পরিস্থিতিতে কেন্দ্রের ওই বিতর্কিত সিদ্ধান্তেরই ভূয়সী প্রশংসা করেন কংগ্রেস নেতা। এমনিতেই কংগ্রেস সাংসদ শশী থারুরের একের পর এক মন্তব্যে দল চাপে, তার উপর আবার সলমন। দিনদিন অস্বস্তি বেড়েই চলেছে কংগ্রেসের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বমঞ্চে সোচ্চার হচ্ছে ভারত।
  • কিন্তু দুঃখের বিষয় হল এই কঠিন সময়ে পাশে না থেকে ঘরের লোকের রাজনীতি করতে ব্যস্ত।
  • হাত শিবিরকে খোঁচা দিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ।
Advertisement