সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ভোটের আগে ফের কংগ্রেসকে অস্বস্তিতে ফেললেন বর্ষীয়ান নেতা স্যাম পিত্রোদা। অনুপ্রবেশকারীদের নিয়ে তাঁর মন্তব্যে জোর বিতর্ক। স্যামের দাবি, অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়ার মতো 'তুচ্ছ' কাজে মনোনিবেশ না করে কেন্দ্রের উচিত গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো গুরুতর বিষয়ে নজর দেওয়া।
দিল্লি বিধানসভা নির্বাচনের আগে সোশাল মিডিয়ায় স্যাম পিত্রোদার বক্তব্যের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে কংগ্রেস নেতাকে বলতে শোনা গিয়েছে, "পরিবেশ নিয়ে কেউ ভাবছে না। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কেউ ভাবছে না। আমরা সবাই বেআইনি অনুপ্রবেশকারীদের পিছনে পড়ে আছি। ওরা এখানে আসতে কত কষ্ট করে, পরিশ্রম করে। হ্যাঁ অবশ্যই বেআইনিভাবে আসে। কিন্তু ওদেরও তো আমরা নিজেদের হিসাবে ভাবতে পারি।"
বর্ষীয়ান কংগ্রেস নেতা স্পষ্ট বলছেন, কেন্দ্রের বিজেপি সরকার গরিব বাংলাদেশি এবং সংখ্যালঘুদের পিছনে পড়ে রয়েছে। তাঁর বক্তব্য, "ওরা গরিব। ওদের অনেক সমস্যা। আমাদের বলা উচিত আমাদের যা আছে, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তাতে নিজেদের একটু ভুগতে হয় হবে। কিন্তু কেউই নিজের ভাগটা ছাড়তে চায় না। সবাই চায় আরও বেশি বেশি করে ভাগ পেতে।" বস্তুত কংগ্রেস নেতার বার্তা স্পষ্ট, এই মুহূর্তে কেন্দ্রের উচিত বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে বেশি না ভেবে পরিবেশরক্ষায় মনোযোগ দেওয়া। তাতে নিজেদের ভুগতে হলেও সমস্যা নেই।
দিল্লি ভোটে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে বেআইনি অনুপ্রবেশ। বিজেপি ক্ষমতায় এলে রাজধানীকে অনুপ্রবেশকারী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। এমনকী ভোটের আগে বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে তোড়জোড় শুরু করেছে দিল্লি পুলিশও। এরই মধ্যে কংগ্রেস নেতার মন্তব্য বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দিল। গেরুয়া শিবিরের এক মুখপাত্র বলছেন, "এবার বোঝা গেল কীভাবে ৭০ বছর ধরে কংগ্রেস এ দেশে বেআইনি অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে আসছে।"
