shono
Advertisement
simla

স্ত্রীকে খুন করে সটান পুলিশে অভিযোগ! অবশেষে শ্রীঘরে ‘গুণধর’ স্বামী

খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা করে অভিযুক্ত।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:11 PM May 15, 2025Updated: 06:11 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাট করতে দেহ পুড়িয়ে দিল স্বামী! শুধু তাই নয়, স্ত্রীকে খুঁজে পাচ্ছে না বলে খুনের পর পুলিশে অভিযোগও দায়ের করে সে। তবে এত কীর্তির পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে 'গুণধর' স্বামী।

Advertisement

অভিযুক্ত তোতা রাম পেশায় একজন সিকিউরিটি গার্ড। সে শিমলার গানপেরি গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ২৬ বছর বয়সি গুলশানকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্ত্রীকে খুন করার পর সোগহি থানায় একটি মিসং ডায়েরি করে তোতা। ঘটনার তদন্তে নেমে তোতাকে আটক করে পুলিশ। পরে ঘটনার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। খুন, প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়।

ঘটনার কথা জানার পর গুলশানের পরিবারের সদস্যরা বুধবার রাতেই গানপেরি গ্রামে এসে পৌঁছয়। এদিকে ঘটনাস্থল থেকে একাধিক জিনিস উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশের তরফে জানানো হয়েছে মৃতদেহটি পোড়ানোর জন্য কাঠ ও রঙের ব্যবহার করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে বিয়ে হয় তোতা ও গুলশানের। তাদের তিন বছরের এক সন্তান রয়েছে। এদিকে ঘটনার পর শুলশানের পরিবারের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগপত্রে তাঁরা দাবি করেছেন, বিয়ের পর থেকেই একাধিক বিষয় নিয়ে গুলশানের উপর অত্যাচার চালাতো তোতা। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে বেশ কিছু প্রমাণ হাতে এসেছে। কেন নিজের স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্ত সেই বিষয়ে জানতে তদন্ত করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ত্রীকে খুন করে প্রমান লোপাট করতে তাঁর দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে বুধবার রাতে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • অভিযুক্ত তোতা রাম পেশায় একজন সিকিউরিটি গার্ড। সে শিমলার গানপেরি গ্রামের বাসিন্দা।
  • তার স্ত্রী ২৬ বছর বয়সি গুলশানকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Advertisement