সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মুখোশ খুলতে বিদেশে ভারতের প্রতিনিধি দল পাঠাবে ভারত। কেন্দ্রের সেই সিদ্ধান্তকে রবিবার কটাক্ষ করেছিলেন শিব সেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত। একদিন পর সোমবার রাউকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন এনসিপি (শরদ গোষ্ঠী) প্রধান শরদ পাওয়ার। বলেন, “সবার আগে দেশ। স্থানীয় রাজনীতির সঙ্গে সব কিছুকে এক আসনে বসিয়ে দেখা উচিত নয়।”
মহারাষ্ট্রের বারামতীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বিষয়গুলি যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন দলীয় রাজনীতি এড়িয়ে চলা উচিত।” তিনি আরও বলেন, “পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ তুলে ধরতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করা উচিত।” প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে জাতিসংঘে যে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, সেই দলের সদস্য ছিলেন শরদ। এদিন এই প্রসঙ্গটিও তিনি উথ্থাপন করেন।
প্রসঙ্গত, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে ‘বারাত’ (পড়ুন বরযাত্রী) বলে কটাক্ষ করেছিলেন রাউত। তাঁর বক্তব্য, "দেশের প্রধানমন্ত্রী দুর্বল বলেই এভাবে তড়িঘড়ি সাংসদদের দল পাঠাতে হচ্ছে বিদেশে।" তিনি বলেন, “এই ধরনের বরযাত্রী বিদেশে পাঠানোর কোনও মানে ছিল না। এটা পাঠাতে হচ্ছে কারণ প্রধানমন্ত্রী নিজে দুর্বল। ভাবুন তো, একজন মুখ্যমন্ত্রীর ছেলে (একনাথ শিণ্ডের ছেলে শ্রীকান্ত শিণ্ডে) বিদেশে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে কী বলবেন?” রাউতের অভিযোগ, অন্য সব কিছুর মতো এখানেও পুরোপুরি রাজনীতি করছে বিজেপি। তাঁর মতে, ইন্ডিয়া ব্লকের উচিত এই 'বরযাত্রী' বয়কটা করা। রাউতের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শরদ মিষ্টি ভাষায় তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, কেন্দ্র বিদেশে নিজেদের অবস্থান জানানোর জন্য যে প্রতিনিধিদের পাঠাতে চাইছে, সেই প্রতিনিধি দলে অন্য দলের মতো শিব সেনা উদ্ধবেরও প্রতিনিধি রয়েছেন। শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকে প্রতিনিধি দলে রাখা হয়েছে। তিনি কি শেষমেশ এই প্রতিনিধিদলকে বয়কট করবেন? সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
