shono
Advertisement

গত ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রায় ৫৩ হাজার, দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরল ১৮ লক্ষ

দেশে করোনা পরীক্ষার সংখ্যা পেরল ২ কোটি। The post গত ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রায় ৫৩ হাজার, দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরল ১৮ লক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:59 AM Aug 03, 2020Updated: 10:06 AM Aug 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কথায় লাগামহীন। ভারতে প্রায় প্রতিদিনই নতুন নতুন মাইলফলক স্পর্শ করছে COVID-19। সোমবারও তার ব্যতিক্রম হল না। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৮ লক্ষের গণ্ডি। একই দিনে ৩৮ হাজার বেরিয়েছে মৃতের সংখ্যা। তবে, খানিকটা স্বস্তির খবর, আগের কয়েকদিনের তুলনায় সোমবার নতুন আক্রান্তের সংখ্যাটা খানিকটা হলেও কম।

Advertisement

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ হাজার ৯৭২ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৬ জন। এদের মধ্যে ১১ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৫ লক্ষ ৭৯ হাজার ৩৫৭ জন। এই নিয়ে টানা পাঁচদিন ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে খানিকটা স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় আগের ৩ দিনের তুলনায় খানিকটা কম সংক্রমণ। যদিও অনেকে বলছেন সেটার কারণ হল, অন্যান্য দিনের তুলনায় করোনা পরীক্ষা অনেকটা কম হওয়া। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে প্রায় ৩ লক্ষ ৮১ হাজার মানুষের। ফলে দেশে মোট করোনা পরীক্ষার সংখ্যা পেরিয়েছে ২ কোটি।

[আরও পড়ুন: মাত্র পাঁচদিনে করোনাকে কুপোকাত করে তাক লাগালেন ১১০ বছরের বৃদ্ধা]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৭১ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৮ হাজার ১৩৫ জনে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে।

The post গত ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রায় ৫৩ হাজার, দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরল ১৮ লক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement