shono
Advertisement

মণিপুরের নারী নির্যাতনের সঙ্গে বাংলার তুলনা চলে না, মত সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যের দিকে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বাঁসুরি স্বরাজ।
Posted: 04:46 PM Jul 31, 2023Updated: 04:46 PM Jul 31, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: মণিপুরে (Manipur) দুই মহিলাকে নির্যাতনের ঘটনার সঙ্গে বাংলা বা অন্যান্য রাজ্যের ঘটনাগুলিকে একাসনে বসানো যায় না। সোমবার শুনানি চলাকালীন এই কথা বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। আইনজীবীর সওয়ালের পরে তিনি বলেন, নানা রাজ্যে মহিলাদের উপর নির্যাতন চলছে ঠিকই। কিন্তু মণিপুরের মতো জাতিবিদ্বেষ অন্য কোথাও নেই। তাই অন্য রাজ্যের সঙ্গে মণিপুরের তুলনা চলে না। প্রসঙ্গত, মণিপুরের একাধিক মামলা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি শুরু হয় প্রধান বিচারপতির বেঞ্চে।

Advertisement

প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁসুরি স্বরাজ শীর্ষ আদালতে সওয়াল করেন, মণিপুরের মহিলা নির্যাতনের পাশাপাশি পশ্চিমবঙ্গ (West Bengal), রাজস্থান (Rajasthan) ও ছত্তিশগড়ের (Chattisgarh) ঘটনার দিকেও নজর দেওয়া উচিত সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, আগেও একাধিকবার পশ্চিমবঙ্গ-সহ অবিজেপি রাজ্যগুলির কথা উঠে এসেছে বিজেপি নেতাদের মুখে। এমনকি মণিপুরের ঘটনা নিয়ে আলোচনা করতে গেলে বাংলা, রাজস্থানের নারী নির্যাতনের ঘটনারও উল্লেখ করতে হবে বলতে শর্ত দিয়েছেন বিজেপি সাংসদরা।

[আরও পড়ুন: ভুয়ো নথি দিয়ে আধা সামরিক বাহিনীতে পাক নাগরিকরা! হাই কোর্টে বিস্ফোরক রিপোর্ট CBI-এর]

আইনজীবীর সওয়াল শুনেই এই মন্তব্য খারিজ করে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, আমরা এমন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি যেখানে জাতিবিদ্বেষী হিংসার কারণে মহিলাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যেও নারী নির্যাতনের ঘটনা অবশ্যই ঘটেছে। কিন্তু মণিপুরের পরিস্থিতি একেবারেই আলাদা। মণিপুরের ঘটনাকে যুক্তিসঙ্গত হিসাবে তুলে ধরতে গিয়ে যদি অন্য রাজ্যের ঘটনা তুলে ধরা হয়, সেটা একেবারেই উচিত নয়।

অন্যদিকে, দুই নির্যাতিতার আইনজীবী কপিল সিবল বলেন, ভাইরাল ভিডিওর ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে কেন্দ্র সরকার। গোটা ঘটনার তদন্ত মণিপুরের পরিবর্তে অসমে করতে চাইছে তারা। কিন্তু সেটা চান না নির্যাতিতারা। সিবল বলেন, পুলিশের উপস্থিতিতেই হেনস্তার শিকার হতে হয়েছে। কোনও নিরপেক্ষ সংস্থারই সেই ঘটনার তদন্ত করা উচিত। 

[আরও পড়ুন: ‘বেছে বেছে মুসলিমদের খুন কেন?’ ট্রেনে শুটআউটে ধৃত কনস্টেবলকে নিয়ে বিস্ফোরক IG, RPF]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement