সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। এবার সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনল একঝাঁক বিজেপি সাংসদ। ওই নোটিসে বলা হয়েছে, সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে 'অবমাননাকর' এবং 'অপবাদমূলক' শব্দ ব্যবহার করেছেন কংগ্রেস নেত্রী।
বাজেট পেশের আগে সংসদের যৌথ অধিবেশনের শুক্রবার সংসদে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৫৯ মিনিটের এই ভাষণে প্রত্যাশা মতোই ছিল মোদি সরকারের সুখ্যাতি। গত ১০ বছরে মোদি সরকার যে সব প্রকল্প ঘোষণা করেছে এবং তাতে জনমানসে কী কী পরিবর্তন এসেছে, ৫৯ মিনিটের ভাষণে মূলত সেগুলিই তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি জানান---মহিলা, যুবসমাজ এবং কৃষকরা সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। নীতি পঙ্গুত্ব শেষ করে দ্রুতগতিতে এগোচ্ছে দেশ। তাঁর ভাষণে একাধিকবার উঠে আসে বিশ্বগুরু হওয়ার পথে ভারতের সাফল্য। এই বক্তব্যকেই কটাক্ষ করেন সোনিয়া গান্ধী।
রাষ্ট্রপতির ভাষণ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুর্মুকে কটাক্ষ করেন সোনিয়া। তিনি বলেন, “ভাষণ দেওয়ার সময় ওঁকে অত্যন্ত ক্লান্ত লাগছিল। শেষের দিকে তো অনেক কষ্ট করে কথা বলছিলেন উনি। বেচারি মহিলা।” স্বাধিকার ভঙ্গের নোটিসে বিজেপি নেতারা দাবি করেছেন, সোনিয়ার মন্তব্যে দেশের "সর্বোচ্চ পদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।" আরও বলা হয়েছে, "সম্প্রতি ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে সংসদ সদস্য (রাজ্যসভা) সোনিয়া গান্ধী কর্তৃক করা অসংসদীয়, অবমাননাকর মন্তব্যে আমরা অত্যন্ত হতাশ হয়েছি। এর গুরুত্ব বিবেচনা করে শাস্তিমূলক পদক্ষেপের প্রয়োজন রয়েছে।"
