সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন ইস্যুতে হাজারও বিপত্তির মধ্যেও খানিকটা আশার আলো দেখছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। যে এথিক্স কমিটি তাঁর বিরুদ্ধে তদন্ত করছে, সেই কমিটির বিরোধী সদস্যরা অন্তত তাঁর পাশে আছেন। সেটা বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকেই বোঝা গিয়েছে।
লোকসভার এথিক্স কমিটির ১১ জন সদস্যের মধ্যে ৬ জন বিজেপির। বাকি পাঁচ জন বিরোধী শিবিরের। এর মধ্যে ২ জন কংগ্রেসের, দু জন নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের। মায়াবতীর বিএসপির এক সদস্যও রয়েছেন। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে বৃহস্পতিবার ওই কমিটি মূল দুই অভিযোগকারী অর্থাৎ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) এবং জয় অনন্ত দেহদরাইয়ের বয়ান রেকর্ড করেছে। সূত্রের খবর, ওই বয়ান রেকর্ডের সময়ই এথিক্স কমিটির সদস্যদের মধ্যে NDA এবং INDIA’র বিভাজন স্পষ্ট হয়ে যায়। যদিও এথিক্স কমিটির প্রধান বিজেপি সাংসদ বিনোদ সোনকার এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
[আরও পড়ুন: মোদির ‘বিকশিত ভারতে’ আপত্তি নির্বাচন কমিশনের, ভোটমুখী ৫ রাজ্যে বন্ধ যাত্রা]
জানা গিয়েছে, দুই শিবিরের বিবাদ শুরু হয় বৈঠকের শুরুতেই। বৈঠক ডাকার প্রক্রিয়ায় ‘পদ্ধতিগত ত্রুটি’ রয়েছে, এই অভিযোগ তুলে বৈঠক বাতিল করার দাবি তোলেন বিরোধীরা। পরিস্থিতি এতদূর গড়ায় যে শেষে ভোটাভুটি করতে হয়েছে। তাতে আবার ৫-৫ ভোটে ফলাফল ‘টাই’ হয়। শেষ পর্যন্ত বিজেপি সাংসদ তথা কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাভুটির ফলাফল ৬-৫ হয়ে যাওয়ায় বৈঠক শুরু হয়। তবে শুরুতেই নিজেদের ঐক্য দেখিয়ে দেন বিরোধী সাংসদরা।
[আরও পড়ুন: সরকারি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়, নয়া ফরমান অসমে]
প্রথম দিনের বৈঠকে অভিযোগকারী বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবে ও মহুয়ার প্রাক্তন বন্ধু তথা আইনজীবী জয় অনন্ত দেহাদরাইকে ডেকে তাঁদের বক্তব্য শোনে কমিটি। সূত্রের খবর, সেখানেও স্পষ্ট হয়ে যায় বিরোধী শিবির মহুয়ার পাশেই রয়েছে। জয় অনন্ত দেহাদরাইকে নাকি রীতিমতো প্রশ্নবাণে বিদ্ধ করেছেন বিরোধী সাংসদরা। তাৎপর্যপূর্ণভাবে বিএসপি ইন্ডিয়া জোটের সদস্য না হলেও মায়াবতীর দলের সাংসদ দানিশ আলি এদিন জয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হন। তিনি অভিযোগ করেন, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগকে বেশি গুরুত্ব দিচ্ছে কমিটি। সে তুলনায় রমেশ বিধুরির বিরুদ্ধে ওঠা অভিযোগকে পাত্তা দেওয়া হচ্ছে না। টাকার বদলে প্রশ্ন ইস্যুতে মহুয়া যখন ঘরে বাইরে চাপে তখন এথিক্স কমিটিতে বিরোধীদের এই সমর্থন কিছুটা স্বস্তি দেবে তাঁকে।
