shono
Advertisement
Rajasthan

বাড়ির বাইরে খেলছিল চার শিশু, হঠাৎ ধেয়ে এল বেপরোয়া গাড়ি! দেখুন হাড়হিম করা ভিডিও

আহতরা সকলেই চিকিৎসাধীন।
Published By: Gopi Krishna SamantaPosted: 02:25 PM May 11, 2025Updated: 02:28 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির বাইরে খেলছিল চার শিশু। পাশে দাঁড়িয়েছিলেন এক মহিলা।  আপাত দৃষ্টিতে খুবই পরিচিত এই ছবি মূহুর্তের মধ্যে বদলে যায় বিভীষিকায়। হঠাৎ ধেয়ে আসা এক গাড়ি পিষে দেয় তাঁদের। গত ৮ মে রাজস্থানের কোটা শহরে ঘটা এই হাড়হিম করা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 

Advertisement

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, চারজন শিশু খেলা করছিল বাড়ির বাইরে। পাশেই দাঁড়িয়ে ছিলেন ৫৫ বছর বয়সি ইন্দিরা বাই। ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি দিকভ্রষ্ট হয়ে তাঁদের ধাক্কা দেয়। এরপর প্রায় ১০ ফুট টেনেহিঁচড়ে নিয়ে যায়।স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, চিরাগ জাঙ্গিদ নামে ওই গাড়ি চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বর্তমানে তিনি পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।

অজয়নগরে যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানকার বাসিন্দা তথা ইন্দিরা বাইয়ের ছেলে বান্টি রাঠোর বলেন, “আনুমানিক সন্ধ্যা ৯ টা নাগাদ এই ঘটনা ঘটে। মা বাইরে দাড়িয়েছিল এবং আমার সাত বছরের ভাইপো বিভান এবং ১১ বছরের ভাইজি ঐশিকা পাড়ার দুই শিশু বৈশালি এবং অনিশার সঙ্গে খেলা করছিল। হঠাৎই একটি দ্রুত গতির গাড়ি এসে তাদের ধাক্কা মারে।”

ইন্দিরা বাই, ঐশিকা এবং বিভান বর্তমানে বিজ্ঞান নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বেশি আঘাত পেয়েছে ঐশিকা। তার মাথায়, হাতে গুরুতর আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বেশ কয়েকটি অপারেশনও করা হয়েছে। ইন্দিরা বাইয়ের মাথায় আঘাত লেগেছে। তাঁরও অপারেশন করা হতে পারে। এদিকে বিভান, বৈশালি এবং অনিশার আঘাত গুরুতর না হলেও তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গতিতে আসা গাড়ির ধাক্কায় আহত হলেন এক মহিলা-সহ চার শিশু।
  • গত ৮ মে রাজস্থানের কোটার ঘটনা।
  • আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement