সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত বুলডোজারের চাকায় তালা দিল সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ অক্টোবর। ওই দিন পর্যন্ত কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ‘বেআইনি নির্মাণ’ ভাঙার যুক্তিতে বুলডোজার চালাতে পারবে না অভিযুক্ত কিংবা অপরাধীর বাড়িতে। মঙ্গলবার এই নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, বুলডোজার নীতি ভারতীয় সংবিধান মূল চেতনা বা ভাবনার পরিপন্থী।
যোগীরাজ্য উত্তরপ্রদেশে জন্ম বুলডোজার দাওয়াইয়ের। এরপর তা দেখা গিয়েছে একাধিক বিজেপি শাসিত রাজ্যে। এই প্রবণতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। গত ২ সেপ্টেম্বর শুনানিতে বুলডোজার নীতি নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই, বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে জানায়, কেউ অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়ি ভাঙা যায় না। এমন কোনও আইন নেই। বাড়ি ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত। ভাঙলে সেই পদ্ধতিতে ভাঙতে হবে।
এদিন শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে, "একটিও বেআইনি নির্মাণ যদি বুলডোজার দিয়ে ভাঙা হয়, তা হবে আমাদের সংবিধানের চেতনা বা মূল ভাবনার পরিপন্থী।" এই সঙ্গে বলা হয়েছে, আগামী ১ অক্টোবরের পরবর্তী শুনানি পর্যন্ত দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ‘বেআইনি নির্মাণ’ ভাঙার যুক্তি দিয়ে বুলডোজার চালাতে পারবে না।
বিচারপতিদের বেঞ্চ আরও জানিয়েছে, সরকারি জমি জবরদখল ঘটনা একেবারেই আলাদা বিষয়। সেক্ষেত্রে রাস্তা, জলাশয়, রেললাইনের ধার বা ফুটপাথের বেআইনি নির্মাণের ভাঙার ক্ষেত্রে বুলডোজার ব্যবহারে কোনও বিধিনিষেধ থাকছে না।