shono
Advertisement
Supreme Court

'নিশিকান্তর মন্তব্য বিচারকদের অপদস্থ করেছে', বিজেপি সাংসদকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ঘৃণাভাষণ কোনওভাবেই বরদাস্ত করা যাবে না, জানিয়েছে শীর্ষ আদালত।
Published By: Subhodeep MullickPosted: 08:34 PM May 08, 2025Updated: 08:42 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীর্ষ আদালত এবং প্রধান বিচারপতিকে নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্যের তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তবে নিশিকান্তর বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল, এদিন তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। জানায়, আদালত ফুলের মতো ভঙ্গুর নয় যে এই ধরনের হাস্যকর বক্তব্যের কারণে গুটিয়ে যাবে।

Advertisement

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বলেন, “তাঁর মন্তব্য সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের উপর অভিযোগ তুলে দৃষ্টি আকর্ষণ করার প্রবণতাকে প্রতিফলিত করে।” তিনি আরও বলেন, "নিশিকান্তর মন্তব্য সংবিধান, আদালত এবং বিচারকদের অপদস্থ করেছে।"

গত মাসে সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে দুবে দেশের শীর্ষ আদালত এবং প্রধান বিচারপতিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তারপরই বিতর্কের সৃষ্টি হয়। তিনি বলেন, "ভারতে ঘটে চলা সমস্ত গৃহযুদ্ধের জন্য ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দায়ী। পাশাপাশি, দেশে ধর্মীয় যুদ্ধ উসকে দেওয়ার জন্য কেবলমাত্র সুপ্রিম কোর্টই দায়ী।" 

আদালত জানিয়েছে, ঘৃণা ভাষণ কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। এটি সমাজে বিভেদ তৈরি করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গন্ডগোল তৈরি করা একটি ফৌজদারি অপরাধ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীর্ষ আদালত এবং প্রধান বিচারপতিকে নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্যের তীব্র নিন্দা করল সুপ্রিম কোর্ট।
  • আদালতের পর্যবেক্ষণ, এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
  • তবে নিশিকান্তর বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল, এদিন তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
Advertisement