shono
Advertisement
Tahawwur Rana

দিল্লিতে পা রাখল ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানা, গ্রেপ্তার এনআইএ-র হাতে

আমেরিকা থেকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়েছে তাকে।
Published By: Anwesha AdhikaryPosted: 06:40 PM Apr 10, 2025Updated: 09:30 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে পা রাখল ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানা। আমেরিকা থেকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়েছে তাকে। দিল্লিতে নামার পরেই সন্ত্রাসবিরোধী আইনে রানাকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ভারতে নামার পরে পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হবে ২৬/১১ হামলার মূলচক্রীকে। তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর।

Advertisement

বৃহস্পতিবার ভারতে পা রাখার পরেই এনআইএ আদালতে তোলা হবে রানাকে। তাঁর হয়ে সওয়াল করবেন পীযূষ সচদেব নামে এক আইনজীবী। অন্যদিকে এনআইএ-র হয়ে সওয়াল করবেন দয়ান কৃষ্ণন। হাইভোল্টেজ শুনানি ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে পাটিয়ালা কোর্ট। এজলাসের আশেপাশে কাউকে প্রবেশ করারও অনুমতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, ওই এলাকায় লোক সমাগম আটকাতে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের একটি গেটও। দিল্লি মেট্রোর তরফে জানানো হয়, জওহরলাল নেহরু মেট্রো স্টেশনের ২ নম্বর গেটটি এনআইএ ভবনের সবচেয়ে কাছে। তাই ওই গেটটি বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতেই বড় কূটনৈতিক জয় পায় ভারত। তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে তাকে দিল্লির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সিলমোহর দিয়েছিল আমেরিকার শীর্ষ আদালত। পরে জরুরি ভিত্তিতে প্রত্যর্পণ রুখতে মার্কিন আদালতে আবেদন করলেও স্বস্তি পায়নি মুম্বই হামলার চক্রী। কয়েকদিন আগে খারিজ হয় মার্কিন আদালতে তার রিভিউ পিটিশন। তারপরেই আমেরিকার স্থানীয় সময় বুধবার বিমানে তোলা হয় রানাকে। দীর্ঘ বিমানযাত্রা শেষে ভার‍তে পা রেখেছে কুখ্যাত জঙ্গি। এনআইএ-র তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়, প্রত্যর্পণ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দরে শারিরীক পরীক্ষা শেষ করে আদালতে তোলা হবে রানাকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার ভারতে পা রাখার পরেই এনআইএ আদালতে তোলা হবে রানাকে। তাঁর হয়ে সওয়াল করবেন পীযূষ সচদেব নামে এক আইনজীবী।
  • দিল্লি মেট্রোর তরফে জানানো হয়, জওহরলাল নেহরু মেট্রো স্টেশনের ২ নম্বর গেটটি এনআইএ ভবনের সবচেয়ে কাছে। তাই ওই গেটটি বন্ধ রাখা হয়েছে।
  • আমেরিকার স্থানীয় সময় বুধবার বিমানে তোলা হয় রানাকে। দীর্ঘ বিমানযাত্রা শেষে ভার‍তে পা রেখেছে কুখ্যাত জঙ্গি।
Advertisement