shono
Advertisement
CM Stalin

জন্মদিনের বার্তায় হিন্দিকে তুলোধোনা, মাতৃভাষা তামিলকে অস্ত্র করে লড়াইয়ের ডাক স্ট্যালিনের

স্ট্যালিনকে 'দ্রাবিড় নায়ক' বলে উল্লেখ করেন সমর্থকরা।
Published By: Amit Kumar DasPosted: 06:31 PM Mar 01, 2025Updated: 06:31 PM Mar 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ভাষার বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছে দ্রাবিড়ভূমে। নিজের জন্মদিনের দিন সেই আগুনে আরও একবার ঘৃতাহুতি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। হিন্দির বিরুদ্ধে কার্যত যুদ্ধের ডাক দিয়ে তিনি জানালেন, আমাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তাঁর বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে। পাশাপাশি স্লোগান তুললেন, 'তামিলনাড়ু লড়বে, তামিলনাড়ু জিতবে।'

Advertisement

জাতীয় শিক্ষানীতির নামে জোর করে তামিলনাড়ুর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দি ভাষা। এই অভিযোগ তুলে ইতিমধ্যেই আন্দোলনে মুখর হয়ে উঠেছে তামিলনাড়ু। কেন্দ্রের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এরইমাঝে শনিবার নিজের জন্মদিনে পরিবার ও দলীয় কর্মীদের সঙ্গে কেক কাটতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দলীয়কর্মী তো বটেই রাজ্যবাসীর উদ্দেশে লক্ষ্য বেঁধে দেন স্ট্যালিন। তামিলনাড়ুর স্বার্থে সকলকে শপথ নেওয়ার বার্তা দেন তিনি। বলেন, 'হিন্দি চাপিয়ে দেওয়ার যে কোনও রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে আমাদের।'

এমকে স্ট্যালিন বলেন, 'তামিল ভাষা ও তামিলনাড়ুর অধিকার রক্ষায় আমার জীবন সর্বদা সমর্পিত। হিন্দির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।' একইসঙ্গে স্ট্যালিনের স্লোগান, 'তামিলনাড়ু লড়বে ও জিতবে।' স্ট্যালিনের সমর্থনে তাঁকে 'দ্রাবিড় নায়ক' বলে উল্লেখ করেন সমর্থকরা। যা রীতিমতো ট্রেন্ড হতে শুরু করে সোশাল মিডিয়ায়।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধিতায় স্ট্যালিন ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “কেন্দ্র ২ হাজার কোটি টাকার পরিবর্তে যদি ১০ হাজার কোটি টাকাও দেয় তাহলেও এ পাপ আমি করব না। এই নীতিতে সই করলে তামিল সমাজ ২ হাজার বছর পিছনে চলে যাবে।” স্ট্যালিন আরও বলেন, “দ্রাবিড় আন্দোলন ৮৫ বছর ধরে তামিল ভাষার রক্ষায় লড়াই করছে। গত ৭৫ বছরে ভারতে ৫২টি ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছে হিন্দি আগ্রাসনে। শুধুমাত্র হিন্দি বলয়ে ধ্বংস হয়েছে ২৫ টি ভাষা। শিক্ষা ও স্বাস্থ্য আমাদের রাজ্যের দুই চোখ। এখানে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়া আমরা মানব না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জন্মদিনের দিন ভাষাযুদ্ধের আগুনে আরও একবার ঘৃতাহুতি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
  • হিন্দির বিরুদ্ধে কার্যত যুদ্ধের ডাক দিয়ে তিনি জানালেন, আমাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তাঁর বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে।
  • পাশাপাশি স্লোগান তুললেন, 'তামিলনাড়ু লড়বে, তামিলনাড়ু জিতবে।'
Advertisement