ডিউটির মাঝে শৌচাগারে গিয়েছিলেন মহিলা সহকর্মী। সেই সময় লুকিয়ে লুকিয়ে তাঁর ছবি-ভিডিও করার অভিযোগ উঠল তামিলনাড়ুর এক পুলিশ অফিসারের বিরুদ্ধে।
গত শনিবার ঘটনাটি ঘটে। রামানাথপুরম জেলা-সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সেখানেই ওই দুই পুলিশ অফিসারের ডিউটি পড়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই ঊর্ধ্বস্তনকে জানিয়েছিলেন ওই মহিলা অফিসার। তার পরেই তদন্ত শুরু হয়। শৌচাগার থেকে একটি ফোনও মিলেছে। দাবি, ওই ফোনটি অভিযুক্ত পুলিশ অফিসারের। এর পরেই তাঁকে সাসপেন্ড করা হয়। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ অফিসার।
যদিও পুলিশ সূত্র জানিয়েছে, শৌচাগার থেকে উদ্ধার হওয়া ফোনটিতে কোনও মহিলা পুলিশ অফিসারের কোনও ছবি বা ভিডিও পাওয়া যায়নি। এক তদন্তকারী আধিকারিক বলেন, "ছবি তোলা বা ভিডিও করার জন্যই ফোনটি শৌচাগারে রেখে আসা হয়েছিল কি না, এই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।" অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। প্রধান বিরোধী দল এআইডিএমকে-র বক্তব্য, ডিএমকে আমলে মহিলারা সুরক্ষিত নন। মহিলাদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ তারা। যদিও ডিএমকে-র বক্তব্য, মহিলাদের হেনস্তার সমস্ত ঘটনাতেই কড়া পদক্ষেপ করা হয়। দোষীদের যাতে সাজা হয়, সেই ব্যবস্থাই করে থাকে সরকার।
