সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণের পর এবার আগ্রা। ফের ঘটল নারী নির্যাতনের ঘটনা। জোর করে বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, দুপুরবেলা বোনের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই কিশোরী। অভিযোগ, সেই সময় তাদের পিছু নেয় মদ্যপ দুই যুবক। বাড়ির সামনে গিয়ে ভালোভাবে দেখে নেয় বাড়িতে কেউ আছে কিনা। যখনই দুজন দেখে বাড়িতে বাবা-মা কেউ নেই, সেই সুযোগে জোর করে ভিতরে ঢুকে পড়ে তারা।
পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা জানিয়েছে, ওই দু'জন যুবক মিলে কিশোরীকে ধর্ষণ করে। গোটা পরিস্থিতি দেখে মেয়েটির বোন চিৎকার করে আশপাশের সকলকে ডাকে। পুলিশ জানিয়েছে, চিৎকার-চেঁচামেচির আওয়াজে প্রতিবেশিরা ছুটে আসেন। তারপর হাতেনাতে অভিযুক্ত দু'জনকে ধরেন তাঁরা। বেধড়ক মারধর করে স্থানীয় থানায় খবর দেয়। এরপর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
এই ঘটনা প্রসঙ্গে আগ্রার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার আদিত্য জানিয়েছেন, দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। ওই কিশোরীর এক প্রতিবেশির দাবি, "হঠাৎই পাশের বাড়ির মেয়েটির চিৎকার শুনতে পাই। ছুটে গিয়ে দেখি ছোট মেয়েটি কাঁদছে। বলছে, তাদের ঘরে জোর করে দু’জন ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন বাড়ির সামনে চলে যাই। তার পর ঘর থেকে দু'জনকে টেনে বার করি।" তিনি আরও জানান, বাড়িতে কিশোরীর বাবা-মা ছিলেন না। তাঁরা দিনমজুর। কাজে গিয়েছিলেন। দুই বোন স্কুল থেকে ফিরছিল, তারপরই এই ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে।
প্রসঙ্গত, মঙ্গলবার থানা থানা থেকে ১০০ মিটার দূরত্বে একটি সরকারি বাসের মধ্যে যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় শোরগোল পড়ে যায় পুণ-সহ গোটা মহারাষ্ট্রে। যদিও এখন পর্যন্ত হদিশ মেলেনি অভিযুক্ত দত্তাত্রয় রামাদাস গাদের। তাঁর খোঁজে পুলিশ ১৩টি বিশেষ দল গঠন করেছে। পাশাপাশি অভিযুক্তের খোঁজ দিলে ১ লক্ষ পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে পুণে পুলিশের অপরাধদমন শাখা। প্রকাশ্যে আনা হয়েছে অভিযুক্ত যুবকের ছবি।
