shono
Advertisement
Telangana

৭২ ঘণ্টা পার, তেলেঙ্গানার সুড়ঙ্গে 'বন্দি' ৮ শ্রমিক! ডাক পড়ল সেই ‘র‌্যাট হোল মাইনার’ মুন্নার

এই মুন্নাই উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকদের উদ্ধারের মিশনে নেতৃত্ব দিয়েছিলেন।
Published By: Biswadip DeyPosted: 08:56 PM Feb 25, 2025Updated: 09:01 PM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেটে গিয়েছে ৭২ ঘণ্টা। তেলেঙ্গানায় ভেঙে পড়া সুড়ঙ্গের ধ্বংসাবশেষের আড়ালে এখনও আটকে রয়েছেন ৮ জন শ্রমিক। ফলে বাড়ছে উৎকণ্ঠা। আর এহেন পরিস্থিতিতে 'বন্দি' শ্রমিকদের উদ্ধারে ডাক পড়ছে ‘র‌্যাট হোল মাইনার’দের। সোমবার একটি দল পৌঁছেছিল। এবার মঙ্গলবার ঘটনাস্থলে হাজির আরও একটি দল। আর সেই দলের নেতৃত্বে রয়েছেন মুন্না কুরেশি। এই মুন্নাই কিন্তু উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকদের উদ্ধারের মিশনে নেতৃত্ব দিয়েছিলেন। এবারও তিনি উদ্ধার করবেন ওই শ্রমিকদের, এমনটাই আশা সকলের। 

Advertisement

এদিকে জানা গিয়েছে, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি উদ্ধারকারী দলের সঙ্গে বৈঠকও করেছেন। পুরো বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। গত শনিবার সকালে তেলেঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে ছাদে। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত ৮ জন ভিতরে আটকে পড়েন। প্রশাসনের দাবি অনুযায়ী, ছাদের প্রায় ১০ মিটার অংশ ভেঙে পড়ে যার জেরে প্রায় ২০০ মিটার এলাকায় কাদামাটি ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, দিনচারেক আগেই খোলা হয়েছিল সুড়ঙ্গটি। 

দুর্ঘটনার পর স্থানীয় জেলাশাসক বি সন্তোষ বলেন, যাঁরা আটকে পড়েছেন তাঁদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকী ভিতরের এয়ার চেম্বার ও কোনভেয়ার বেল্ট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। শ্রমিকদের সাড়া পেতে তাঁদের নাম ধরে ডাকা হচ্ছিল। তবে কোনও সাড়া পাওয়া যায়নি। মর্মান্তিক এই দুর্ঘটনার মধ্যে উদ্ধারকারীদের আশা, এখনও দুর্ঘটনাস্থলের ২০০ মিটারের মতো অংশ এখনও টিকে রয়েছে। সেখানে শ্রমিকরা থাকলেও থাকতে পারেন। তবে যত সময় যাচ্ছে ততই সম্ভাবনা যে ক্ষীণ হচ্ছে, তাও মানছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেটে গিয়েছে ৭২ ঘণ্টা। তেলেঙ্গানায় ভেঙে পড়া সুড়ঙ্গের ধ্বংসাবশেষের আড়ালে এখনও আটকে রয়েছেন ৮ জন শ্রমিক। ফলে বাড়ছে উৎকণ্ঠা।
  • আর এহেন পরিস্থিতিতে 'বন্দি' শ্রমিকদের উদ্ধারে ডাক পড়ছে ‘র‌্যাট হোল মাইনার’দের।
  • তবে যত সময় যাচ্ছে ততই সম্ভাবনা যে ক্ষীণ হচ্ছে, তাও মানছে প্রশাসন।
Advertisement