shono
Advertisement
Operation Sindoor

'পাকিস্তান যদি ভুল করেও...' ইসলামাবাদকে হুঁশিয়ারি শশী থারুরের

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র।
Published By: Biswadip DeyPosted: 12:43 AM May 08, 2025Updated: 12:43 AM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে কংগ্রেস সাংসদ শশী থারুর জানালেন, ভারতের এই মিশন ছিল একেবারে সুপরিকল্পিত। এবং ভারতের যে আত্মরক্ষার প্রয়োজনে এমন হামলা চালানো যুক্তিযুক্ত, তা অন্তত তিনটি দেশ ইতিমধ্যেই মেনে নিয়েছেন বলে দাবিও করলেন তিনি। সেই তিনটি দেশ হল ফ্রান্স, রাশিয়া, ইজরায়েল। পাশাপাশি চিন প্রসঙ্গেও তাঁর দাবি, পাকিস্তানের 'শীত-গ্রীষ্মের ভরসা' বেজিং যতটা প্রতিক্রিয়া দেখাবে ভাবা গিয়েছিল ততটা দেখায়নি।

Advertisement

শশীকে বলতে শোনা গিয়েছে, ''পাকিস্তানের 'শীত-গ্রীষ্মের ভরসা' চিন কিন্তু আরও সরাসরি পাকিস্তানকে সমর্থন জানাতে পারত। কিন্তু কেবল জানিয়েছে, ভারত ও পাকিস্তান প্রতিবেশী। এবং তারা চায় না এই দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়ুক।'' পাশাপাশি এদিনের মিশন সম্পর্কে বলতে গিয়ে শশী জানাচ্ছেন, যেভাবে কেবল বেছে বেছে পাক জঙ্গিঘাঁটিগুলিতেই আক্রমণ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। এরই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ''যদি পাকিস্তান উত্তেজনা বাড়ানোর ভুল করে এবং ভারতও একইভাবে প্রতিক্রিয়া জানায়, তাহলে প্রশ্নটা উঠবেই যে, কোন দেশ বেশিক্ষণ ধরে সংঘাত টিকিয়ে রাখতে পারবে। আমি বিশ্বাস করি না যে উত্তরটি পাকিস্তান। আমার মনে হয়, শেষ পর্যন্ত পাকিস্তানিরা ভারতের আগেই শক্তি হারিয়ে ফেলবে। মনে হয় না বিবেকবুদ্ধিসম্পন্নরা আদৌ পাকিস্তানিদের সেই পথ বেছে নেওয়ার পরামর্শ দেবে।''

প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছে ভারতীয় সেনা।
  • এই পরিস্থিতিতে কংগ্রেস সাংসদ শশী থারুর জানালেন, ভারতের এই মিশন ছিল একেবারে সুপরিকল্পিত।
  • এবং ভারতের যে আত্মরক্ষার প্রয়োজনে এমন হামলা চালানো যুক্তিযুক্ত, তা অন্তত তিনটি দেশ ইতিমধ্যেই মেনে নিয়েছেন বলে দাবিও করলেন তিনি।
Advertisement