সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানীংকালে ব্যবসার পার্টনারের সঙ্গে বনিবনা হচ্ছিল না যুবকের। খুন করে 'পথের কাঁটা' সরাবেন বলে ছক কষেন। এর জন্য মোটা অঙ্কের বিনিময়ে ভাড়া করেছিলেন ‘খুনি’। ভাগ্যের পরিহাস, সেই খুনির হাতেই মরতে হল ওই যুবককে। উত্তরাখণ্ডের দেরাদুনে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনাটি। ইতিমধ্যে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম মঞ্জেশ কুমার। বয়স ৪২ বছর। মঞ্জেশের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সিং। এই সঞ্জয়কে খুনের জন্য ভাড়াটে খুনি অর্জুন কুমারকে বরাত দিয়েছিলেন মঞ্জেশ। যদিও অনেক কাণ্ড ঘটে যায় এর মাঝে। ধুর্ত অর্জুন সটান চলে যান সঞ্জয়ের কাছে। তাঁকে মঞ্জেশের ষড়যন্ত্রের কথা জানান। সঞ্জয় উলটে ১০ কোটি টাকার বিনিময়ে মঞ্জেশকে খুনে ওই অর্জুনকেই ভাড়া করেন।
২৯ নভেম্বর মঞ্জেশকে নিজের বাড়িতে ডাকেন অর্জুন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সঞ্জয়। দুজনে মিলে মঞ্জেশকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। এমনকী মঞ্জেশের গলার সোনার চেন, হাতের আংটি খুলে নেন অভিযুক্তরা। পকেট থেকে গাড়ির চাবিও বের করে নেন। চেন, আংটি, গাড়ির চাবি গচ্ছিত রাখেন আফজল নামের এক ব্যক্তির কাছে। মঙ্গলবার এই ঘটনায় সঞ্জয়, অর্জুন, আফজল-সহ চারজনকে গ্রেপ্তার করেছে।
