নন্দিতা রায়, নয়াদিল্লি: আগামিকাল মণিপুর যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সূত্রের খবর, জাতিদাঙ্গায় অশান্ত উত্তর-পূর্বের রাজ্যটিতে সফরের সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছিল। তবে শেষ মুহূর্তে মণিপুর সরকারের অনুরোধ মেনেই কালকের সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, মণিপুর সরকারের অনুরোধ মেনেই সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দিন পাঁচেক পর অর্থাৎ চলতি মাসের ১৯ ও ২০ তারিখ সফরের নতুন দিন ধার্য করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, মাস তিনেক ধরেই কুকি বনাম মেতেই সংঘাতে পুড়ছে মণিপুর। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী ১৪ জুলাই ওই রাজ্যে যাওয়ার কথা ছি্ল তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দলের।
ঘাসফুল শিবিরের খোঁচা, গত তিনমাস ধরে জ্বলছে বিজেপি শাসিত মণিপুর। তবুও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের পদত্যাগও দাবি করেছে বাংলার শাসকদল। রাজনৈতিক মহলের দাবি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে লাগাতার হিংসার ঘটনাকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির। সেই অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় এসেছে বিজেপির চার সদস্যের দল। এরই পালটা এবার মণিপুরে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল।
[আরও পড়ুন: ‘কংগ্রেস বিধায়কদের সরকারে স্বাগত’, জল্পনার মধ্যেই সরব মহারাষ্ট্রের বিজেপি প্রধান]
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তাঁরা রাজ্যে ঘুরে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। গত সোমবার এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মণিপুরে প্রতিনিধি দল পাঠানোর কথা জানায় তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, বিজেপির পদক্ষেপের পালটা হিসেবে দল পাঠাচ্ছে তৃণমূল।
