shono
Advertisement
Assam Panchayat Election

অসম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের শক্তিবৃদ্ধি, 'এটাই শুরু', দৃপ্ত ঘোষণা অভিষেকের

মোট ৫ টি পঞ্চায়েতে জয়ী তৃণমূল।
Published By: Tiyasha SarkarPosted: 08:22 PM May 12, 2025Updated: 08:22 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের। পাঁচটি পঞ্চায়েতে জয়ী ঘাসফুল শিবিরের প্রার্থী। অর্থাৎ অসমে শক্তিবৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের। এক্স হ্যান্ডেলে অসমের তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। লিখলেন, 'এটাই শুরু।'

Advertisement

অসমে সংগঠন বাড়াতে দীর্ঘদিন ধরেই তৎপর তৃণমূল। গত লোকসভা ভোটে অসমের চার আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি। এর পর রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন রিপুণ বোরা। পরবর্তীতে অসমে ইনচার্জের দায়িত্ব পান বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক। ২০২৬ সালে অসম বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে অসমে সংগঠন বাড়ানোর কাজে নেমে পড়েন তিনি। চলতি মাসেই অসমের পঞ্চায়েত নির্বাচন হয়। সেখানেও প্রার্থী দিয়েছিল তৃণমূল। রাজ্যজুড়ে মোট পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে, এর মধ্যে দু'টি গুরুত্বপূর্ণ আসন কামরূপ জেলার।

এরপই এক্স হ্যান্ডেলে অসম তৃণমূলকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। লিখলেন, 'এটা শুরু। জয়ী প্রার্থীদের শুভেচ্ছা। আমার বিশ্বাস ধীরে ধীরে অসমবাসীর কাছে বিকল্প হবে তৃণমূল।'

 

একনজরে কোন পাঁচটি আসনে জিতেছে তৃণমূল-

১. মহম্মদ সফিকুল ইসলাম-কামরূপ জেলার আঁচলপাড়া পঞ্চায়েত
২. আক্কাস আলি-দরং জেলার বান্দিয়া পঞ্চায়েত
৩. বদর আলি সইকিয়া-কামরূপ জেলার দামপুর পঞ্চায়েত
৪. ফরিদা বড়ভুঁইঞা -কাছাড় জেলার গোবিন্দপুর-আলগাপুর পঞ্চায়েত
৫. ফয়েজ আহমেদ-শ্রীভূমি জেলার বিনোদিনী পঞ্চায়েত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অসমের পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের। পাঁচটি পঞ্চায়েতে জয়ী ঘাসফুল শিবিরের প্রার্থী। অর্থাৎ অসমে শক্তিবৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের।
  • এক্স হ্যান্ডেলে অসমের তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। লিখলেন, 'এটাই শুরু।'
Advertisement