সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। বুধবার রাত ৮.৫০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। দিল্লি ছাড়াও উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হরিয়ানাতেও কম্পন টের পাওয়া গিয়েছে। রাজধানীতে প্রায় দশ সেকেন্ড স্থায়ী ছিল এদিনের ভূমিকম্প।
উত্তরাখণ্ডে এদিন ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দেরাদুনের ১২১ কিলোমিটার পূর্বে কম্পনের কেন্দ্র বলে একটি সূত্রের খবর। আইএমডি জানিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে মাটির ৩০ কিলোমিটার নিচে কম্পনের উৎসস্থল। সংবাদ সংস্থা এএনআই-এর সংযোজন, দেরাদুনের একাধিক বাড়ি এদিনের কম্পনের ফলে কেঁপে ওঠে। বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে ছুটে যান বাসিন্দারা। দেশের অন্যান্য অংশেও কম্পন অনুভূত হয়। তবে এখনই প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তামিলনাড়ুর চেন্নাই ও উত্তরাখণ্ডের চামোলিতেও কম্পন টের পাওয়া গিয়েছে। বাদ যায়নি উত্তরপ্রদেশও। তবে দিল্লি, গুরুগ্রাম ও গাজিয়াবাদে ভূমিকম্পের আতঙ্কে মানুষ ছোটাছুটি শুরু করে দেন। বহু মানুষ সোশ্যাল মিডিয়া ও মাইক্রো ব্লগিং সাইটে অন্যান্যদের সতর্ক করতে শুরু করেন।