shono
Advertisement
Mahakumbh

মহাকুম্ভে তুরস্ক যোগ, প্রয়াগরাজের ঐশ্বরিক মাহাত্ম্যের টানে প্রথমবার তুর্কি দর্শনার্থীর আগমন

পিনারের কথায়, মহাকুম্ভে তাঁর প্রথম সফর গভীর আধ্যাত্মিক যাত্রা সম্পন্ন করেছে।
Published By: Hemant MaithilPosted: 02:04 PM Jan 13, 2025Updated: 02:05 PM Jan 13, 2025

হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: মহাকুম্ভ মেলার বিস্তার যে বিশ্বব্যাপী তা আরও একবার প্রমাণিত। মহাকুম্ভের মহিমা এবং দেবত্ব শুধু ভারতেই নয়, আন্তর্জাতিকভাবেও ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী দর্শনার্থীদের মধ্যে রয়েছেন পিনার, যিনি তুরস্কের নাগরিক। ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সঙ্গমে এসেছেন। 

Advertisement

জানা গিয়েছে, পিনার পবিত্র গঙ্গায় স্নান করে, কপালে তিলক কেটে এবং সনাতন ধর্মের আধ্যাত্মিক যাত্রায় নিজেকে নিমজ্জিত করেছিলেন। সেই অভিজ্ঞতাই সকলের সঙ্গে ভাগ করে নিয়ে পিনার বলেন, তিনি প্রথম বন্ধুদের কাছ থেকে মহাকুম্ভ সম্পর্কে শুনেছিলেন এবং ব্যক্তিগতভাবে তা দেখার স্বপ্ন দেখেছিলেন। ভারতীয় সংস্কৃতির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়ে, তিনি মহাকুম্ভের পরিবেশকে "ঐশ্বরিক এবং মহিমান্বিত" হিসাবেও বর্ণনা করেছেন। সঙ্গমের বালুচরে হেঁটে পবিত্র গঙ্গায় ডুব দেওয়া তাঁর জন্য অবিস্মরণীয় এক অভিজ্ঞতা ছিল।

পিনারের কথায়, মহাকুম্ভে তাঁর প্রথম সফর গভীর আধ্যাত্মিক যাত্রা সম্পন্ন করেছে। তিনি এই মেলার আয়োজন থেকে শুরু করে মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতা দেখেছেন তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। এই অভিজ্ঞতা তাঁকে ভারতীয় ঐতিহ্য সম্পর্কে গভীরভাবে বুঝতে সাহায্য করেছে। গঙ্গাস্নান, ধ্যান এবং তিলক লাগানোর মতো আচার-অনুষ্ঠানের মাধ্যমেই পিনার সনাতন ধর্মের প্রতি তাঁর শ্রদ্ধা ও বিশ্বাস অনুভব করেছেন। মহাকুম্ভ মেলার এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন পিনার। এভাবেই তিনি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, ও সনাতন ধর্মের মাধ্যমে সমৃদ্ধ হয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বব্যাপী দর্শনার্থীদের মধ্যে রয়েছেন পিনার, যিনি তুরস্কের নাগরিক।
  • ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সঙ্গমে এসেছেন। 
  • পিনার পবিত্র গঙ্গায় স্নান করে, কপালে তিলক কেটে এবং সনাতন ধর্মের আধ্যাত্মিক যাত্রায় নিজেকে নিমজ্জিত করেছিলেন।
Advertisement